বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

প্যারিস অলিম্পিকের উদ্বোধনকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১২:১৯ পিএম

প্যারিস অলিম্পিক জমে উঠলেও এর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিতর্ক থামছে না। সেই অনুষ্ঠানে ‘ড্রাগ কুইন’ (মেয়েদের পোশাকে ছেলেদের নারীত্ব প্রদর্শনের পারফরম্যান্স) ছাড়াও বিশ্ববিখ্যাত শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা অমর চিত্রকর্ম ‘দ্য লাস্ট সাপার’ এর প্যারোডি করা হয়েছিল। এতে ক্যাথলিক গোষ্ঠী ও ফ্রান্সের ধর্মাযাজকেরা সমালোচনায় মেতেছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, ‘আমি খোলামনের মানুষ কিন্তু এটা মনে করি, তারা যা করেছে, সেটার লজ্জাজনক।’ অলিম্পিকের পরবর্তী আসর বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। সেই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সুযোগ পেলে কী করবেন- এমন প্রশ্নে ট্রাম্পের জবাব, ‘লাস্ট সাপারকে যেভাবে প্রদর্শন করা হয়েছে, আমরা সেটা করব না।’

অবশ্য এই দুই বিতর্কিত ঘটনায় আয়োজকেরা আগেই ক্ষমা চেয়েছে। সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিশ্চিত করে বলতে পারি, কোনো ধর্মীয় গোষ্ঠীকে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না। আমাদের জরিপ বলছে, আমরা যা করতে চেয়েছি, সেটা অর্জন করতে পেরেছি। যদি কোনো মানুষকে এটা আঘাত করে, আমরা খুবই দুঃখিত।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত