সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

১৭ বছর পর বিশেষ ক্যাপ পেলেন নির্বাসনফেরত ভিনসেন্ট

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৫:০৩ পিএম

১৭ বছর আগে গড়া কীর্তির জন্য অবশেষে সম্মাননা পেলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার লু ভিনসেন্ট। দেশের হয়ে শততম ওয়ানডে খেলার স্বীকৃতিস্বরূপ বিশেষ ক্যাপ দিয়ে সম্মাননা জানানো হয় তাকে। কিউই কিংবদন্তি স্যার রিচারর্ড হ্যাডলি অকল্যান্ডে এ অনাড়াম্বর অনুষ্ঠানে ভিনসেন্টের হাতে তুলে দেন বিশেষ ক্যাপটি।

প্রতিক্রিয়া ভিনসেন্ট জানান, ‘ক্রিকেট ক্যারিয়ারের অর্জনের জন্য স্বীকৃতি পাওয়ার বিষয়টি দারুণ।’ ২০০৭ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শততম ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ডের জার্সিতে ১০২টি ওয়ানডে ও ২৩টি টেস্ট খেলেন ভিনসেন্ট। ওয়ানডেতে তার রান ২ হাজার ৪১৩। ৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলেন তিনি। ২০১৪ সালে ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ভিনসেন্ট।

গত বছরের ডিসেম্বরে লু ভিনসেন্টের উপর থেকে আজীবন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ইসিবির শৃঙ্খলা বিষয়ক কমিটি এ শাস্তি মওকুফের ব্যাপারে সম্মত হয়। ক্রিকেট ডিসিপ্লিন কমিশনের (সিডিসি) জেরার্ড ইলিয়াস বিবৃতিতে জানিয়েছিলেন, ‘লু ভিনসেন্টের মামলার কিছু নির্দিষ্ট ঘটনা সতর্কতার সঙ্গে বিবেচনার করেই এ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে সিডিসি ছাড়াও নিউজিল্যান্ড ক্রিকেট, আইসিসি এবং ইসিবির সক্রিয় অংশগ্রহণ ছিল।’

দ্বিতীয় সুযোগ পাওয়ার পর কৃতজ্ঞতা পোষণ করেছিলেন লু ভিনসেন্ট। বলেন, ‘আমি মারাত্মক ভুল করেছিলাম এবং সারা জীবন আমি এর জন্য অনুতপ্ত। আমার মাধ্যমে হয়ে যাওয়া ক্ষতির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্রিকেটে ফিরতে পারা আমার জন্য স্বপ্নের মতো। এ সুযোগ পেয়ে আমি খুব ভাগ্যবান মনে করছি।’

২০১৪ সালে দুর্নীতি বিরোধী নীতিভঙ্গের জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল লু ভিনসেন্টকে। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়নস লিগ টি২০ আসরে অকল্যান্ডে এইসের হয়ে ম্যাচ খেলতে নেমে জুয়াড়িদের কাছ থেকে আর্থিক সুবিধার বিনিময়ে ফিক্সিংয়ে জড়িয়েছিলেন ভিনসেন্ট। ২০১১ সালের জুয়াড়িদের প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করেছিলেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত