শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নিহতের সংখ্যা জানতে হাসপাতাল, কবরস্থান ও প্রশাসকদের চিঠি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের সংখ্যা জানতে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। সোমবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তাজুল ইসলাম জানান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সরকারি-বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, বড় কবরস্থান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠাচ্ছেন।

তাজুল ইসলাম বলেন, চিঠির মাধ্যমে আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি, কতজন হাসপাতালে গিয়েছেন, চিকিৎসা নিয়েছেন এবং কতজন মারা গিয়েছেন তার তথ্য আমাদের দিতে।

এসময় তিনি আরও বলেন, আমরা বড় বড় কবরস্থানের কর্তৃপক্ষকেও চিঠি দিচ্ছি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে কী হয়েছে তা জানতে উপাচার্যদের কাছেও চিঠি পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত