বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

বিপিএলের পর শোয়েবের বিরুদ্ধে ফের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ!

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ফরচুন বরিশালের জার্সিতে খেলেছিলেন শোয়েব মালিক। জড়িয়েছিলেন ফিক্সিং বিতর্কে। পাকিস্তানের সাবেক এই অল-রাউন্ডার এখন দেশটির নতুন ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স কাপের দল স্ট্যালিয়ন- এর মেন্টর। টুর্নামেন্ট চলাকালীন ফের শোয়েবের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তুললেন তার সাবেক সতীর্থ বাসিত আলী।

স্ট্যালিয়নের মেন্টর হিসেবে মালিকের নিয়োগ নিয়ে সরাসরি প্রশ্ন তুলে বাসিত আলী বলেছেন, ‘যে খেলোয়াড় স্বীকার করে যে সে ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরেছে, তাকে মেন্টর করা উচিত নয়।’

শোয়েবকে খোঁচা মারলেও নির্দিষ্ট কোনো ম্যাচের কথা উল্লেখ করেননি বাসিত আলী। তিনি দাবি করেন যে তার কাছে অভিযোগ প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্য রয়েছে। বাসিত না বললেও, ২০০৫ সালে মালিক স্বীকার করেছিলেন যে, একটি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে তিনি শিয়ালকোট স্ট্যালিয়নসকে ইচ্ছাকৃতভাবে হারিয়েছিলেন। ২০১০ সালে মালিককে দল থেকে বাদ দেওয়া হয়েছিল অপ্রকাশিত আয়ের কারণে।

মজার ব্যাপার হলো, বাসিত আলীর বিরুদ্ধেও একটা সময় ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। এ কারণে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের অকালে থমকে যায়। গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পাকিস্তান চ্যাম্পিয়নস কাপে মিসবাহ-উল-হক, সাকলাইন মুশতাক, সরফরাজ আহমেদ, ওয়াকার ইউনুসের মতো কিংবদন্তি খেলোয়াড়রা মেন্টরের ভূমিকা পালন করছেন। তবে শোয়েবকে মেন্টর হিসেবে অযোগ্য মনে করেন বাসিত।

উল্লেখ্য, গত বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে খুলনা টাইগার্সের বিপক্ষে একটি ম্যাচে এক ওভারে তিনটি নো বল করে ফিক্সিং বিতর্কে জড়িয়েছিলেন শোয়েব মালিক। এরপর তিনি হুট করে দুবাই চলে যান। ফরচুন বরিশাল কর্তৃপক্ষ তার সঙ্গে চুক্তি বাতিলের কথা বললেও পরে ফের শোয়েব ফিরে আসেন। ওই বিতর্কের মাঝেই তিনি সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদ করে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত