শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১১:৪৫ পিএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে 'বি' গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। দুবাইয়ে ২০ ওভার খেলে ৩ উইকেটে ১০৬ রান করে নিগার সুলতানার জ্যোতির দল।

জবাবে ১৬ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে নিশ্চিত হয়ে যায় বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাংলাদেশের বিদায়।

রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দক্ষিণ আফ্রিকা। ৩ ওভারে ২৩ রান তোলার পর প্রথম উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়ে ম্যাচটিকে নিজেদের হাতের মুঠোয় নেন তাজমিন ব্রিটস (৪২ রান) ও আনিকা বশ (২৫)। বচকে ফাহিমা ফেরালে জুটি ভাঙে।

৫ রানের ব্যবধানে ব্রিটস বিদায় নিলেও মারিজান ও ট্রাইয়নরা দলকে জয় এনে দেন ১৬ বল বাকি থাকতে।

তার আগে টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ কোন রান করার আগেই হারায় প্রথম উইকেট। ইনিংসের দ্বিতীয় বলে মারিজান কাপের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন দিলারা আক্তার। দ্বিতীয় উইকেটে সাথী রানি ও সোবহানা মোস্তারি ৩৬ রান যোগ করেন। সাথী ৩০ বলে ১৯ রান করে ফেরার জুটি ভাঙে।

এরপর সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে তৃতীয় উইকেটে যোগ করেন ৪৫ রান। ইনিংসের ১৮তম ওভারে এমলাবার বলে বোল্ড হন মোস্তারি (৪৩ বলে ৩৮)। স্বর্ণা আক্তারকে নিয়ে শেষ ১৭ বলে ২৫ রান যোগ করেন নিগার। নিগার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৮ বলে ৩২ রান করে।

ম্যাচে বাংলাদেশের কোন ব্যাটসম্যানের স্ট্রাইকরেটই একশো পেরোয়নি। এবার বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেও ব্যাটিং ব্যর্থতা নিয়েই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত