বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

মুখ বেঁকে যাওয়া রোগ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১২:০৮ এএম

হঠাৎ মুখ একদিকে বাঁকা হয়ে যাওয়া, ডান চোখ বন্ধ না হওয়া, কুলি করতে গিয়ে পানি গড়িয়ে পড়লে বুঝবেন আপনার ফেসিয়াল নার্ভে সমস্যা হয়েছে।

মানুষের সপ্তম ক্রেনিয়াল নার্ভ হলো ফেসিয়াল নার্ভ । যখন এটি আংশিক বা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়, তখন তাকে ফেসিয়াল প্যারালাইসিস বা পালসি বলা হয়। জন বেল নামের এক ব্যক্তি রোগটি প্রথম শনাক্ত করায় এটিকে বেলস পালসিও বলা হয়। পুরুষের তুলনায় নারীদের মধ্যে এটি বেশি দেখা যায়। সাধারণত ঋতু পরিবর্তন অর্থাৎ গরমকাল থেকে শীতকাল পরার সন্ধি সময়টাতে এই রোগ বেশি দেখা যায়। সাধারণত ধারণা করা হয়, এক ধরনের ভাইরাস বেলস পলসি রোগের জন্য দায়ী।

ভাইরাল সংক্রমণ, মধ্যকর্ণে ইনফেকশন, স্ট্রোক, টিউমার, ঠান্ডা, আঘাত, কানের অস্ত্রোপচারে ফেসিয়াল নার্ভ ক্ষতিগ্রস্ত হলে ফেসিয়াল পালসি হতে পারে।

লক্ষণ

মুখ একদিকে বেঁকে যাওয়া।

কুলি করলে মুখের এক পাশ দিয়ে পানি গড়িয়ে পড়া।

এক চোখ বন্ধ করতে না পারা এবং চোখ দিয়ে পানি পড়া।

মুখের এক পাশে খাবার জমে যাওয়া।

অনেকের মাথা ও ঘাড় ব্যথা হতে পারে।

চিকিৎসা

এই রোগ হলে রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ভাবেন খারাপ বাতাস লেগেছে বা কারও অভিশাপ লেগেছে। কেউ ভাবেন স্ট্রোক হয়েছে। তাই অনেকে কবিরাজ বা তান্ত্রিকদের কাছে গিয়ে ধরনা দেন। এটি সম্পূর্ণ ভুল উদ্যোগ। স্টেরয়েড, অ্যান্টি ভাইরাস জাতীয় ওষুধের সঙ্গে ফিজিওথেরাপি এবং পর্যাপ্ত বিশ্রাম নিলে বেশিরভাগ রোগী এক থেকে ছয় সপ্তাহের মধ্যে পূর্ণ সুস্থ হয়ে যান।

করণীয়

চিকিৎসা চলাকালে রোগীর কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যেমন ঠান্ডা আবহাওয়া থেকে দূরে থাকতে হবে, আইসক্রিম ও ফ্রিজের ঠান্ডা খাবার খাওয়া যাবে না, বাইরে বা রোদে গেলে সানগ্ল­াস ব্যবহার করতে হবে, যেন চোখে ধুলাবালু ঢুকতে না পারে। রাতে ঘুমানোর সময় আক্রান্ত চোখের ওপর রুমাল বা নরম কাপড় দিয়ে রাখতে হবে, যাতে কোনো কিছু চোখের মধ্যে না পড়ে।

ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ব্যায়াম করতে হবে।

সতর্কতা

ঠান্ডা পরিবেশে এই ভাইরাস অধিক প্রভাব বিস্তার করে। তাই সরাসরি ফ্যান বা এসির বাতাস এড়িয়ে চলুন। গবেষণায় দেখা গেছে, বেলস পলসিতে আক্রান্ত ব্যক্তি আক্রান্ত হওয়ার আগে বেশি রাত অবধি ঠান্ডা বাতাসে কাজ করেছেন বা ভ্রমণ করেছেন। যদিও এই রোগ কখন কার হবে সে সম্পর্কে বিজ্ঞানীরা সঠিক ধারণা দিতে পারেননি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত