শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বিলম্বিত হাড়জোড়ায় ইলেক্ট্রো থেরাপি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:২১ এএম

বিলম্বিত হাড়জোড়া সমস্যা বিশ্বব্যাপী বিশেষ সমস্যার নাম। অসংখ্য রোগী যাদের হাড় ভাঙার পরবর্তী সময়ে বিভিন্ন জটিল সমস্যায় ভোগেন। দীর্ঘদিন এই সমস্যা থাকার ফলে সাধারণত জয়েন শক্ত হয়ে যায় এবং মাংসপেশি শুকিয়ে যায়। তাছাড়া বিভিন্ন সংক্রামণ রোগ দেখা দেয়।

বহু বয়স্ক রোগী, ডায়াবেটিসে আক্রান্ত মানুষ, পুষ্টিহীন মানুষের যখন কোনো হাড়ে ফ্যাকচার হয় তাদের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও হাড়জোড়া লাগে না।

সে ক্ষেত্রে চিকিৎসকরা প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি সার্জারি করে থাকেন। এ ধরনের রোগীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে । অনেক ক্ষেত্রে সব চেষ্টার পরও পরিপূর্ণভাবে হাড়ের জোড়া লাগছে না। এসব ক্ষেত্রে রোগীদের ফিজিওথেরাপি চিকিৎসার পাশাপাশি ইলেক্ট্রো থেরাপির মাধ্যমে অনেক উপকার পান। ঢিলে ইউনিয়ন এবং নন ইউনিয়ন এই দুই সমস্যা রোগীদের প্রতিবন্ধকতার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এবং আজীবন পঙ্গুত্বের দিকে নিয়ে যায়। এসব রোগীরা পারিবার ও সমাজের বোঝায় পরিণত হয়। বহু বছর ধরে বিভিন্ন গবেষণায় অর্থোপেডিক ফিজিওথেরাপিষ্ট এবং চিকিৎসা বিজ্ঞানীরা এই সমস্যার সমাধানে কাজ করে করছেন। গবেষণায় দেখা যায়, মাইকো কারেন্ট বা বিশেষ মাত্রার ইলেকট্রিক স্টিমুলেশন প্রয়োগে হাড়ের জোড়ার নিরাময় অনেক ক্ষেত্রে খুব দ্রুত করা যায়। যা ঢিলে হিলিং ফ্যাকচারের বিশেষ সমাধান হতে পারে। ১৯৭৯ সাল থেকে বিলম্বিত হাড়জোড়ার বিশেষ ইলেকট্রিক ফ্রিকুয়েন্সি ব্যবহারের অনুমতি দেয় ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশ। বর্তমানে অনেক ফিজিওথেরাপি চিকিৎসক বিলম্বিত হাড়জোড়ার বিশেষ ধরনের ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি ব্যবহার করছেন। যা রোগীদের হাড়জোড়া চিকিৎসার ক্ষেত্রে অনেক  বেশি সফল হচ্ছে। বিলম্বিত ফ্যাকচারে মাইক্রো কারেন্ট বিশেষ ইলেকট্রিক স্টিমুলেশন ব্যবহারের আশানুরূপ ফল পাওয়া যায়। বিশেষ করে ডিলে ইউনিয়ন, নন ইউনিয়ন জন্মগত সিওডো আর্থ্রাইটিসের  জন্য অসংক্রামককারী বিশেষ সিমুলেশন ব্যবহারের সীমাবদ্ধতা ছিল। তারপরও ফ্যাকচার নিরাময়ের জন্য বৈদ্যুতিক উদ্দীপনার ব্যবহারে ন্যাশনাল সেন্টার ফর হেলথ কেয়ার টেকনোলজি দ্বারা মূল্যায়ন করা হয়েছে। একটি ক্লিনিকের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে। ৩০৮ জন রোগীর ওপর গবেষণায়, নন ইউনিয়ন রোগীদের জন্য ৭৭ শতাংশের সামগ্রিক সাফল্যের এসেছে। আমেরিকান একাডেমি অব অর্থোপেডিক সার্জন দ্বারা ইলেকট্রিক্যাল ইনডিউশন অস্ট্রিও কনডাজেনিস শিরোনামের একটা কর্মশালার বিশেষজ্ঞরা সিদ্ধান্তে এসেছেন যে, অসংক্রামনকারী স্পন্দন ইলেক্ট্রোম্যাগনেটিক ক্ষেত্রগুলো দীর্ঘ হাড়ের অমিল ব্যর্থ ফিউশনের চিকিৎসা নিরাপদ এবং খুবই কার্যকরী চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিটি কেবল প্রচলিত চিকিৎসা পদ্ধতির প্রতি প্রতিক্রিয়াশীল নয়, এটা এমন ক্ষেত্রে ব্যবহার করা উচিত। একটি পূর্ণাঙ্গ অর্থোপেডিক সমস্যা সমাধানে শৈল চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপির ইলেক্ট্রো থেরাপির ভূমিকা গুরুত্বপূর্ন। পরিপূর্ণ অর্থোপেডিক চিকিৎসা সবার জন্য সহজ এবং কার্যকারী চিকিৎসা পদ্ধতি। যা ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে, সবার মাঝে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত