আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিশ্বের শীর্ষ ধনী প্রযুক্তিবিদ ইলন মাস্কের সম্পদ আরও ফুলেফেঁপে উঠেছে। প্রতি মূহুর্তেই বাড়ছে তার সম্পদের পরিমাণ।
যার ফলে মাস্কই এখন ইতিহাসের সর্বকালের সেরা ধনী বলে জানিয়েছে মার্কিন সাময়িকী ফোর্বস। শক্রবার ইলন মাস্ককে ইরিহাসের সেরা ধনী উল্লেখ করে এক প্রতিবেদন প্রকাশ করে ফোর্বস।
প্রতিবেদনে বলা হয়, সবমিলিয়ে এই মুহূর্তে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ৩৪০ বিলিয়ন ডলার, অর্থাৎ ৩৪ হাজার কোটি ডলারের বেশি, যা পৃথিবীর ইতিহাসে রেকর্ড বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহে এক্সএআইয়ের বাজারমূল্য বেড়ে ৫০ বিলিয়নে পৌঁছে গেছে। এই কোম্পানিতে মাস্কের ৬০ শতাংশ শেয়ার রয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা স্পেস-এক্সও লাভজনক জায়গায় রয়েছে। তাতে মাস্কের শেয়ার ৪২ শতাংশ। এই কোম্পানির বাজারমূল্য ২১০ বিলিয়ন ডলার। আর টেসলায় ১৩ শতাংশ শেয়ার রয়েছে মাস্কের।
এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, টেসলার শেয়ার গত নির্বাচনের পর থেকে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং শুক্রবার একদিনে ৩.৮ শতাংশ বেড়ে ৩৫২.৫৬ হয়েছে। যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছেছে। টেসলার শেয়ারের ব্যাপক বৃদ্ধি এবং অন্যান্য ব্যবসায়িক সাফল্যের ফলে এই ঐতিহাসিক অর্থনৈতিক মাইলফলক অর্জিত হয়েছে।
এবারের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন মাস্ক। ট্রাম্পকে জেতাতে নিজের পকেট থেকে খরচ করেন প্রায় ২০ কোটি ডলার।
জানা গেছে, গত ২০ দিনে মাস্কের সম্পত্তিতে আরও ৭০ বিলিয়ন ডলার যুক্ত হয়েছে। যা মিয়ানমারের জিডিপির চেয়েও বেশি। পৃথিবীর ইতিহাসে কেউ এত ধনী হননি বলে দাবি অর্থনীতিবিদদের একাংশের। ২২ নভেম্বর তাঁর সম্পত্তির পরিমাণ ৩৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে যায়। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের জয়ই মাস্ককে এত সম্পদ এনে দিয়েছে।
ইলন মাস্কের ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের প্রো-বিজনেস মনোভাবের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে। বছরের শুরুতে মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে তার নির্বাচনী প্রচারে ১০০ মিলিয়ন মার্কিন ডলার দান করেন। পরে ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্রের নতুন সরকারি দক্ষতা বিভাগ (ডিওজে)-এর চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন।
বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ল্যারির সঙ্গে মাস্কের সম্পত্তির ফারাক প্রায় ৮০ বিলিয়ন ডলারের।