শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

দেশে ফিরেই কাজে মনোযোগী হবো: প্রভা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পিএম

নতুন বছরে ভিন্ন আঙ্গিকেই পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় সাদিয়া জাহান প্রভা। গেল বছর গুটিকয়েক খণ্ড নাটকে অভিনয় করেছেন । পাশাপাশি কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। তবে এ বছর ভিন্নভাবেই এগিয়ে যাবেন বলে জানান তিনি।

সম্প্রতি গণমাধ্যমকে প্রভা জানিয়েছেন, ‘নতুন বছরটা নতুনভাবে শুরু করতে চাই। নতুন বছরের শুরুতেই দেশে ফিরবো। দেশে ফিরেই কাজে মনোযোগী হবো। অভিনয়ের প্রস্তাব অনেক আসে। কিন্তু গল্প ও চরিত্র ঠিকঠাক পছন্দ না হওয়ায় কাজ করিনি। অনেক সময় নিজের সঙ্গে আপোষ করতে পারি না। তারপরও দীর্ঘ একটা বিরতি হয়ে গেছে আমার। মাঝে মাঝে মনে হয় আবারও কাজ করতে হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি নতুন বছরে দেশে ফিরে নতুন করে কাজ শুরু করব।’

এদিকে প্রভা চলচ্চিত্রে আসছেন বলে শোনা গেছে। এ প্রসঙ্গে প্রভা বলেন, ভাল চিত্রনাট্য পেলে এ বছরই কোন চলচ্চিত্রে আসছি এতটুকু নিশ্চিত। কারণ, চলচ্চিত্রে অভিনয় করার জন্য আমি নিজেও এখন প্রস্তুত।

উল্লে­খ্য, আমেরিকায় একটি বিউটি পার্লার থেকে রূপসজ্জার ওপর কর্মশালা করেছেন প্রভা। এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সনদপত্রও।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত