মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৪

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতু। এই দ্বীপরাষ্ট্রের রাজধানী পোর্ট ভিলার কাছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২শ’রও বেশি মানুষ। ভেঙে পড়েছে বহু ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে দূতাবাস এবং হাসপাতালও। 

রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যের দূতাবাস অবস্থিত এমন একটি ভবনের জানালা ভেঙে পড়েছে এবং পিলার ধসে পড়েছে।

ভূমিকম্পে পোর্ট ভিলা কার্যত পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। উদ্ধারকর্মীরা বুধবার ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া মানুষের খোঁজ শুরু করেছে। ভেঙে পড়া দুটো ভবনে এই উদ্ধারকাজ চলছে বলে এক ভিডিও বার্তায় জানান ভানুয়াতুর পুলিশ কমিশনার।

ভানয়াতুতে ব্যবসা পরিচালনা করা এক অস্ট্রেলীয় মাইকেল থম্পসন জানান, তিনি মঙ্গলবার রাতে ধ্বংসস্তুপ খুঁড়ে কিছু মানুষকে বের করে এনেছেন। জীবিত উদ্ধার পাওয়া তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে ফেসবুকে এক পোস্টে জানান থম্পসন।

ভূমিকম্পের কারণে বিদ্যুৎ, পানি, যোগাযোগ ব্যবস্থা সবই বিঘ্নিত হয়েছে, বলছেন সরকারি ও জ্বালানি কর্মকর্তারা। পোর্ট ভিলার হাসপাতালের বাইরে তাঁবু খাটিয়ে রোগীদেরকে চিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছে।

ভানুয়াতুর তত্বাবধায়ক প্রধানমন্ত্রী শার্লোট বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কয়েকদিনের জন্য জরুরি অবস্থা এবং কারফিউ জারি করেছে। উদ্ধারকাজে আন্তর্জাতিক সহায়তার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত