রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

দেশ রূপান্তর সংবাদ প্রকাশ

পরিষ্কার হলো মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাধাহীনভাবে ফেলা হচ্ছে রেস্টুরেন্ট, বেসরকারি হাসপাতালের ময়লা ও আবর্জনা। যার ফলে মহাসড়ক সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এ সংক্রান্ত সংবাদ দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশের পর ওই স্থান পরিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৭) ডিসেম্বর বিকাল ৩টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কোহিনুর আক্তার। এ সময় তিনি এক রেস্টুরেন্ট মালিককে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও ওই স্থানে যেন ময়লা না ফেলা হয়, তার ব্যানার লাগিয়ে দেন।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার দেশ রূপান্তরকে ধন্যবাদ জানিয়ে বলেন,
মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ আমরা যেভাবে রক্ষণাবেক্ষণ করি। সেই ভাবে সচেতন নাগরিক হিসেবে সবার উচিত এই স্থানটিকে সংরক্ষণ করা।

এদিকে পত্রিকায় সংবাদ প্রকাশের পর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের আশেপাশে পরিষ্কার হওয়ায় গজারিয়ার সচেতন নাগরিক সমাজও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা প্রশাসন ও দেশ রূপান্তর পরিবারের প্রতি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত