বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দরগাহাট বেতার কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। বেলা সাড়ে ৩টার দিকে কাহালু থানার এসআই আনছার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বোরাইল গ্রামের অটোভ্যান চালক শাহিনুর ইসলাম (৪০), একই উপজেলার মুরইল ইউনিয়নের ভাগদুবড়া এলাকার ফারুক হোসেন (৩০) ও তার মেয়ে হুমাইয়া (৯)।
কাহালু থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে নিহত ফারুক হোসেন তার মেয়ে হুমাইয়াকে নিয়ে অটোভ্যানে করে কাহালু স্কুলে ভর্তির জন্য নিয়ে যাচ্ছিলেন। সকাল ১০টায় দরগাহাট বেতার কেন্দ্রের সামনে পৌঁছালে ভ্যানের পিছন দিকের ডানপাশের চাকা খুলে যায়। এসময় বগুড়া থেকে নওগাঁগামী ট্রাকের নিচে পড়ে যায় ভ্যানযাত্রীরা।
পড়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন, ভ্যানচালক শাহিনুর রহমান ও শিশু হুমাইয়া মারা যান।
কাহালু থানার এসআই আনছার আলী জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আহত তিনজনই মারা গেছেন। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।