কদিন আগে রংপুর রাইডার্স জিতে এসেছে গ্লোবাল সুপার লিগ। বিপিএলে একাদশ আসরের প্রথম ম্যাচেও জয় পেল তারা। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাট করে তিন ব্যাটসম্যানের চল্লিশ ছোঁয়া ইনিংসে রংপুর তোলে ৬ উইকেটে ১৯১ রান। জবাবে ঢাকা করে ৯ উইকেটে ১৫১ রান।
রংপুর ম্যাচটি জেতে ৪০ রানে। শেখ মেহেদি হাসান ২৭ রানে নেন ৪ উইকেট। এছাড়া খুশদিল শাহ ১৫ রানে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে শুরুটা ভালো করে ঢাকা। উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। তানজিদ হাসান (৩০) ফিরলে জুটি ভাঙে। আরেক ওপেনার লিটন ৩ চার ও ১ ছক্কায় করেন ৩১ রান। তবে এরপর ছন্দপন হয় ঢাকার। স্কোরবোর্ডে একশো তোলার আগেই তারা হারায় ৫ উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ঢাকা ক্যাপিটালস।
তার আগে রংপুরের উদ্বোধনী জুটিতে আসে ২০ রান। তবে তৃতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়েন সাইফ হাসান ও ইফতিখার আহমেদ। সাইফ দুটি করে চার ও ছক্কায় ৩৩ বলে ৪০ রান করে ফিরলে জুটি ভাঙে। ইফতিখার আউট হন ৩৮ বলে ৪৯ রান করে। তার ইনিংসে ছিল ৮ চার। অধিনায়ক সোহান ১১ বলে ২৫ রান করেন। ৩ টি করে চার ও ছক্কায় খুশদিল শাহ ২৩ বলে ৪৬ রানে অপরাজিত থাকলে রংপুর ১৯১ রানের সংগ্রহ পায়।