নতুন বর্ষসেরা ক্রিকেটার পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। আইসিসি আজ সোমবার স্যার গারফিল্ড সোবার্স ট্রফির (বর্ষসেরা ক্রিকেটার) জন্য চারজনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে।
তালিকায় আছেন ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান জো রুট ও হ্যারি ব্রুক, ভারতের পেসার জাসপ্রিত বুমরা ও অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান ট্রাভিস হেড।
রুট ও হেড এর আগেও সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেও বর্ষসেরা হতে পারেননি। বুমরা ও ব্রুক বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় এবারই প্রথম জায়গা পেলেন।
ব্রুকের জন্য স্বপ্নের এক বছর ছিল ২০২৪। টেস্টে বছরের একমাত্র (পাকিস্তানের বিপক্ষে ৩১৭) ট্রিপল সেঞ্চুরিটা এসেছে তার ব্যাট থেকে। ব্রুক ১২ টেস্টে ৫৫ গড়ে করেছেন ১১০০ রান।
ব্রুকের সতীর্থ রুট এই বছর টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি (৬) ও রান (১৫৫৬) করেছেন।
রুট ও ব্রুক মূলত টেস্ট ক্রিকেটের জন্য বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন। তবে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড তিন সংস্করণেই দারুণ বছর কাটিয়েছেন। ৯ টেস্টে ৬০৮ রান করা হেড ১৫টি টি-টোয়েন্টিতে ১৭৮.৪৭ স্ট্রাইক রেটে করেছেন ৫৩৯ রান।
ভারতের পেসার বুমরা ১৩ টেস্টে ৭১ উইকেট নিয়ে বোলারদের মধ্যে সবার ওপরেই আছেন। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও রেখেছেন ভূমিকা।
বর্ষসেরা নির্বাচনে ভোট দিতে পারবেন সাধারণ মানুষ। আইসিসির ওয়েবসাইটে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে ভোট।