মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সৌদি সফরে সিরিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৯:১১ পিএম

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌদি আরব সফরে গিয়েছে। স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) রাতে তারা রিয়াদে পৌঁছান। উচ্চপর্যায়ের এ প্রতিনিধিদলে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মারাহফ আবু কাসরা এবং গোয়েন্দাপ্রধান আনাস খাত্তাব রয়েছেন।  

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখেরেজি স্বাগত জানান। সৌদি প্রেস এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) সামাজিকমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে আল-শিবানী লেখেন, তিনি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের রিয়াদ পরিদর্শনের আমন্ত্রণ গ্রহণ করেছেন। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এটিই তার প্রথম বিদেশ সফর। 
           
আহমেদ আল শারা বলেন, সৌদি আরব তার দেশের ভবিষ্যতের জন্য বড় ভূমিকা পালন করবে।

তিনি বলেন, সিরিয়ার ভবিষ্যতে সৌদি আরবের প্রধান ভূমিকা আছে। দেশটি আমাদের জন্য যা করেছে তার জন্য আমি গর্বিত। তিনি বলেন, তার শৈশব রিয়াদে কাটিয়েছেন এবং আগামীতে শহরটি পরিদর্শনে যাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত