রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

নিবন্ধন বাতিলের পরও ওলমো ও ভিক্টরকে নিয়ে জেদ্দায় বার্সা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:১৮ পিএম

আগামী ৮ থেকে ১২ জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় হতে যাচ্ছে স্প্যানিশ সুপার কাপ। এতে অংশ নিতে বার্সেলোনা সঙ্গে নিয়ে গেছে দানি ওলমো এবং পাউ ভিক্টরকে। যদিও কাগজে-কলমে এ দুই ফুটবলার এখন বার্সেলোনার অংশ নন।

দানি ওলমো ও পাউ ভিক্টরকে পুনরায় বার্সা দলে নিবন্ধিত করার বিষয়টি এখন চরম অনিশ্চয়তার মুখে। কাতালান ক্লাবটির এই দুই খেলোয়াড়ের পক্ষে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে না পারা এবং লা লিগার অর্থনৈতিক ফেয়ার প্লে (ন্যায্যতা) নীতির কারণে নতুন বছরে এ দুজনের নিবন্ধন বাতিল হয়। 

লা লিগা ও স্প্যানিশ ফেডারেশনের কাছে দুবার আবেদন করেও প্রত্যাখ্যাত হতে হয়েছে বার্সেলোনাকে। এই অবস্থায় বার্সেলোনা এখন উচ্চতর ক্রীড়া কাউন্সিলের (সিএসডি) কাছে আপিল করেছে। সিএসডি এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পেয়েছে বলেও নিশ্চিত করেছে।  এই আপিলের সিদ্ধান্ত পক্ষে আসলে দুজনকে সুপার কাপের বার্সা দলে দেখা যেতে পারে, যদিও সে সম্ভাবনা খুব ক্ষীণ।

এই সমস্যা সমাধানের জন্য যা যা করা প্রয়োজন তার সবকিছুই আমরা করছি

- হুয়ান লাপোর্তা, বার্সেলোনা সভাপতি

নিবন্ধিত খেলোয়াড় না হওয়া সত্ত্বেও ওলমো এবং ভিক্টরকে দলের সঙ্গে রাখা ক্লাবটির কোচিং কৌশলের একটি অংশ। বার্সেলোনা কোচিং স্টাফরা মনে করছেন, তাদের উপস্থিতি মূলত দলীয় কৌশলগত অনুশীলনে উন্নতি এবং দলীয় স্পিরিট বজায় রাখতে সাহায্য করবে।

বুধবার রাত ১টায় অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল খেলতে নামবে বার্সেলোনা। অন্য সেমিতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও মালোরকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত