সবশেষ ৫ ওয়ানডের ৩টিতে রানের খাতা খুলতে পারেননি লিটন। শেষ ৭ ওয়ানডে ইনিংসে দুই অঙ্কে যেতে পারেননি। সবশেষ ওয়ানডে ফিফটি করেছেন ২০২৩ বিশ্বকাপে, সেঞ্চুরি ২০২২ সালে ফেব্রুয়ারিতে। এমন অফফর্ম কাল হয়ে দাঁড়িয়েছে লিটনের ওয়ানডে ক্যারিয়ারে। রবিবার বাংলাদেশ দল ঘোষণা করেছে মিনি বিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়নস ট্রফির জন্য। আর সেই দল থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস।
লিটনকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, ‘দুটো কারণ আমি বলব। লিটন আউট অফ ফর্ম। একজন ব্যাটার দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে রানের তীব্র খরায় ভুগছেন। আউটের প্যাটার্ন একইরকম। ক্রিকেটের সাদা বলের ফরম্যাটে পাওয়ারপ্লেতে যে সুবিধা নেওয়া দরকার… চাপ চলে আসছে, পার্টনারের চাপ বাড়ছে, তিন নম্বর পজিশনে সে এক্সপোজড। তারপরও অনেক আস্থা রেখেছিলাম। অনেক ম্যাচেই সুযোগ দিয়েছি। মাঝখানে শ্রীলঙ্কার সাথে সিরিজ নির্ধারণী ম্যাচে রাখিনি দলে। আস্থার জায়গাটা… ব্যাটার ফর্মের বাইরে থাকলেও আস্থার জায়গা থেকে দলে রাখা হয়। আমার মনে হয় এ মুহূর্তে সেই অবস্থানে (লিটন) নেই।'
তবে চ্যাম্পিয়নস ট্রফি খেলা না হলেও লিটন দলের বাইরে চলে যাননি- তা স্পষ্ট করেছেন প্রধান নির্বাচক, 'আমাদেরও এক্সপার্ট, অ্যানালিস্ট আছে। বিপক্ষ দলের অ্যানালিস্টরা বেশি সফল হয়ে যাচ্ছে। এটা ভাঙার উত্তম সময়। এমন নয় দল থেকে বাদ পড়ে গেছেন। সামনে অনেক খেলা আছে। এক্সপার্টরা এখন (লিটনের) দুর্বলতা নিয়ে কাজ করে কীভাবে আরও শক্তিশালী করা যায় সেই সুযোগ পাবে।'
বিপিএলে এক ম্যাচে একাদশ থেকে বাদ পড়ে পরের ম্যাচে দারুণ ফিফটিসহ ফিরে আসতে পেরেছেন লিটন। বিপিএলের বাকি সময়টাতে এই ফর্ম ধরে রাখতে পারেন কি না সেটি তার জন্য চ্যালেঞ্জ। কেননা এক মাসের মধ্যে দল পরিবর্তন করার সুযোগ বিসিবির হাতে রয়েছে।