রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

অভিসংশনের পরও বেতন বেড়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের 

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম

বেতন বাড়ানো হয়েছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের। গত বছরের চেয়ে ৩ শতাংশ বাড়িয়ে দক্ষিণ কোরিয়ার মুদ্রায় ২৬ কোটি ২৬ লাখ করা হয়েছে, যা মার্কিন ডলারের হিসাবে ১ লাখ ৭৯ হাজার। খবর বিবিসি

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইউনের বেতন বৃদ্ধির খবরে দক্ষিণ কোরীয়রা তীব্র সমালোচনা শুরু করেছেন। সমালোচকদের কেউ কেউ বলছেন— তারা বিশ্বাসই করতে পারছেন না তার বেতন এখনও বহাল আছে। সেখানে তাকে বরখাস্ত করার পরও বেতন বাড়ানো তো দূরের কথা।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বলছেন, ইউনের বার্ষিক ৩ শতাংশ বেতন বৃদ্ধি দেশটির ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রায় দ্বিগুণ।

এক্সে (সাবেক টুইটার) এক ব্যবহারকারী লিখেছেন, ‘যেখানে মানুষের বার্ষিক ন্যূনতম মজুরি বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ, সেখানে ইউনের বেড়েছে ৩ শতাংশ। তার এই বেতন বৃদ্ধি কিসের জন্য?’

এর আগে গত ১৪ ডিসেম্বর সামরিক আইন ঘোষণার জেরে ইউনকে দেশটির পার্লামেন্টে অভিশংসন করা হয়। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত