শুক্রবার ভারতের কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা ইংল্যান্ডের। তবে ভিসা জটিলতার কারণে আবুধাবিতে দলের অনুশীলনে এখনো যোগ দিতে পারেননি পেসার সাকিব মাহমুদ। ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভারত সফরে এমন ভিসা জটিলতায় পড়ার ঘটনা নতুন নয়। গত বছর একই কারণে হায়দরাবাদে প্রথম টেস্টে খেলতে পারেননি স্পিনার শোয়েব বশির।
জিমি অ্যান্ডারসনের অধীনে আবুধাবিতে পেস বোলিং ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের। কিন্তু ভারতের ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে সাকিবের পাসপোর্ট জমা থাকায় আবুধাবির এ ক্যাম্পে যোগ দিতে অক্ষম হন তিনি। ছয় বছর আগেও একবার ভারত সফরের ক্ষেত্রে ভিসা জটিলতার সম্মুখীন হয়েছিলেন সাকিব।
সেবার ইংল্যান্ড লায়নসের হয়ে ভারত সফরের ভিসা পেতে দেরি হয়েছিল তার। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আশা করছে দ্রুতই এ সমস্যার সমাধান হবে। তবে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো কথা বলেনি বোর্ডটি। এবারের সফরে টি-টোয়েন্টি দলে থাকা অন্য দুই পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার আদিল রশিদ ও রেহান আহমেদের ভিসা হয়েছে বলে জানা গেছে।
২৭ বছর বয়সী সাকিব ইংল্যান্ডের জার্সিতে ২৯টি ম্যাচ খেলেছেন। ২২ জানুয়ারি বুধবার ইডেন গার্ডেনসে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ভারত-ইংল্যান্ড সিরিজ। সাদা বলের এবারের সফরে ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল।