বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

 সাহসী রূপে উষ্ণতা ছড়াচ্ছেন রুক্মিণী

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম

নটী বিনোদিনীর হাত ধরে এবার সাহসী লুকে ক্যামেরার সামনে হাজির হলেন রুক্মিণী মৈত্র। মুক্তি পেয়েছে ছবির দ্বিতীয় গান। যেখানে ওমের বিপরীতে রুক্মিণীকে দেখা গেছে রোমান্টিক মুডে। 

রবীন্দ্রসঙ্গীতের দু’কলি নিয়ে তৈরি হয়েছে গান।‘আজি বরষারও রাতে’, অন্বেষা দত্তগুপ্তর কণ্ঠে এই গান মুক্তি পেতেই সবার মন জয় করেছেন। পাশাপাশি নজর কেড়েছে গানের সেট থেকে রুক্মিণীর লুক। ওমের সঙ্গে পর্দায় রসায়নে ঝড় তুলেছেন তিনি।

রামকমল মুখোপাধ্যায়ের ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এ এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওম সাহানি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত