বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ম্যানসিটিতে চাপ, ব্যক্তিগত জীবনে সংকট গার্দিওয়ালার

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:৩৭ পিএম

ম্যানচেস্টার সিটির ইতিহাস গড়া কোচ পেপ গার্দিওলা এই মৌসুমে অভিজ্ঞতার এক নতুন অধ্যায় পার করছেন। মাঠের ভেতরে ও বাইরে, দুই দিক থেকেই তাকে মোকাবিলা করতে হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতি।

দলের টানা বাজে পারফরম্যান্স, ইনজুরি সংকট, স্কোয়াড পুনর্গঠনের চাপ, নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় এবং ব্যক্তিগত জীবনের সংকট—সব মিলিয়ে গার্দিওলার জন্য এই মৌসুম এখন পর্যন্ত সবচেয়ে কঠিন সময়গুলোর একটি।

গার্দিওলা নিজেই স্বীকার করেছেন, দলীয় পারফরম্যান্সের সংকট তার মানসিক অবস্থাকে 'কদর্য' করে তুলেছে। এর প্রভাব পড়ছে তার ঘুম ও খাদ্যাভ্যাসেও। এক সংবাদ সম্মেলনে তিনি মাথায় স্পষ্ট চুলকানোর দাগ নিয়ে আসেন, যা তার মানসিক চাপেরই প্রমাণ।

ব্যক্তিগত জীবনের সংকটে গার্দিওলা

সম্প্রতি গার্দিওলার ব্যক্তিগত জীবন নিয়েও সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছে। তার স্ত্রী ক্রিস্টিনা সেরার সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর প্রকাশ পায়। তবে এই বিষয়ে সাবেক স্ত্রী এবং পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক বজায় রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষক গুইলেম বালাগ।

বালাগ বলেন, 'তারা সবকিছু গোপন রাখতে চেয়েছিল। বিচ্ছেদের পরও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।'

দলে সমস্যার জটিলতা

এই মৌসুমে গার্দিওলার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্কোয়াডের সামঞ্জস্যহীনতা। ডিফেন্ডার কাইল ওয়াকারকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। গার্দিওলা জানান, ওয়াকার ক্লাব ছাড়তে চেয়েছিলেন, যা প্রাক্তন আর্সেনাল তারকা থিও ওয়ালকটের মতে, খেলোয়াড়কে 'বাসের নিচে ফেলে দেওয়ার' শামিল।

তবে বিশ্লেষক বালাগ মনে করেন, গার্দিওলা ওয়াকারকে রেখে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু খেলোয়াড়দের ফর্মহীনতা ও দলে ভারসাম্যের অভাব পরিস্থিতি জটিল করেছে।

মানসিক চাপ ও মিডিয়ার সঙ্গে ভিন্ন গার্দিওলা

এ মৌসুমে মিডিয়ার সঙ্গে গার্দিওলার আচরণেও পরিবর্তন লক্ষ্য করা গেছে। তার কথায় আরও মানবিক ও ভঙ্গুর দিক ফুটে উঠছে। সংবাদ সম্মেলনে নিজের দায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করতেও পিছপা হননি তিনি।

বিবিসির সাইমন স্টোনের মতে, 'গার্দিওলার কথাবার্তায় তার চিন্তার গভীরতা বোঝা যায়। এমনকি তিনি বলছেন, যদি তিনি সমস্যার সমাধান না করতে পারেন, তবে ক্লাবকে তার বিকল্প খুঁজে নিতে বলবেন।'

খেলোয়াড়দের সঙ্গে সরাসরি আলোচনা

গার্দিওলার আরেকটি বিশেষ দিক হলো, মাঠেই খেলোয়াড়দের সঙ্গে তৎক্ষণাৎ আলোচনা করা। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে গোলরক্ষক স্টেফান ওর্তেগার একটি ভুল নিয়ে তাকে আলোচনা করতে দেখা গেছে।

বালাগ বলেন, 'গার্দিওলার জাদু তার সংশোধন করার ক্ষমতায়। এই তীব্রতাই সিটিকে শীর্ষে নিয়ে গেছে। ভুল সংশোধন করতে তার উদ্যম এখনও আগের মতোই শক্তিশালী।'

গার্দিওলার এই মৌসুম কঠিন হলেও, তিনি এখনো চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখছেন। তবে সিটির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তার নেতৃত্বের ওপর।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত