‘বিনোদিনী’ নিয়েই এখন বেশ ব্যস্ত সময় যাচ্ছে রুক্মিণী মৈত্রের। মুক্তির আগেই মুম্বাইয়ে আশুতোষ গোয়াড়িকরের সঙ্গে দেখা করতে গেলেন অভিনেত্রী, যা নিয়ে এখন জোর চর্চা সংবাদমহলে।
পরিচালকের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী জানালেন, এই মুহূর্তটা জীবনের একটি স্বপ্নপূরণের ধাপ।
রুক্মিণী বলেন, ‘‘বিনোদিনী’র প্রথম কাট দেখার পর আশুতোষ গোয়াড়িকর নিজে থেকে আমাকে উনার মুম্বাইয়ের অফিসে ডেকেছিলেন। সত্যিই এই দিনটা ছিল আমার জন্য অত্যন্ত বড় একটা দিন। সব অভিনেতাদের মতো আমার কাছেও এটা ছিল একটা স্বপ্নপূরণ।’
‘লাগান’ পরিচালকের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রুক্মিণী জানালেন, অত্যন্ত মুগ্ধ হয়ে গেছেন মুম্বাইয়ের অফিসে গিয়ে। এখনও তিনি সেই স্বপ্নের মধ্যেই আছেন।
আশুতোষ গোয়াড়িকর, সম্বন্ধে বলার সময় তিনি জানান তার অফিস, মানুষটি নিজে সত্যিই অনেক ভদ্র। আমরা উনার সঙ্গে কথা বলে মুগ্ধ হয়ে গেলাম। অভিনয় সম্বন্ধে কথা বলার পাশাপাশি জীবনের বিভিন্ন বিষয়ে কথা বলে মুগ্ধ হয়ে গেলাম।
রুক্মিণীর সম্পর্কে কথা বলতে গিয়ে আশুতোষ গোয়াড়িকরও প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘রুক্মিনী মৈত্রকে একদম বিনোদিনীজির মতো দেখতে লাগছে এবং তার অসম্ভব সুন্দর অভিনয় বিনোদিনীজির চরিত্রটিকে মন ছুঁয়ে দিয়েছে। যেমন সুন্দর দেখতে লাগছে, তেমনই অসাধারণ নাচ। দারুণ অভিনয় করেছেন তিনি। ভারতীয় থিয়েটারকে সম্মান জানিয়েছেন ছবিটির মাধ্যমে এবং পুরনো অভিনেতাদের প্রতি আন্তরিক শ্রদ্ধাজ্ঞাপন করেছে এর মধ্য দিয়ে। থিয়েটারের সুবর্ণ যুগকে পর্দায় ফিরিয়ে আনা হয়েছে প্রত্যেক প্রজন্মের জন্যে। ‘বিনোদিনী’ প্রচুর সাফল্য অর্জন করুক এবং স্বীকৃতি পাক, এটাই কামনা করছি।’
প্রসঙ্গত, আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। ছবিটি প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।