নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক কায়েস আরজু। সিনেমাটির নাম ‘আজিরন’। ভিন্নধর্মী গল্পের এই সিনেমাটি পরিচালনা করবেন গীতালি হাসান। সিনেমাটিতে আরজুর সঙ্গে পর্দায় জুটি বেঁধে হাজির হবেন সুমাইয়া অর্পা।
কায়েস আরজু বলেন, ভিন্নধর্মী গল্পে কাজ করার অনেক দিনের আগ্রহ। গল্পটি এক কথায় চমৎকার লেগেছে আমার। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।
জানা গেছে, আগামী ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজবাড়ীর বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যায়ন হবে। এরপর দ্বিতীয় লটে সিলেটে শুটিংয়ের মধ্য দিয়ে এর ক্যামেরা ক্লোজ করা হবে।
রাশেদ রেহমানের গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন গোলাম কিবরিয়া তানভির, গোলাম ফরিদা ছন্দা, ফজলুর রহমান বাবু, মাহমুদুল ইসলাম (বড়দা মিঠু), আদিত্য, আনন্দ প্রমুখ।
সিনেমাটিতে গান লিখেছেন কবির বকুল, স্নেহাশীষ ঘোষ এবং অনন বিশ্বাস। সংগীত পরিচালনা করবেন ইমরান মাহমুদুল। গানগুলোতে কণ্ঠ দিবেন ইমরান, কণা, আনিসা, ফজলুর রহমান বাবু এবং শুভ খান।