শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মেনিনজাইটিস কী, ওমরাহ ও কাজে যেতে এ টিকা কেন বাধ্যতামূলক?

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম

হজ ও ওমরাহ যাত্রীদের পাশাপাশি কাজের জন্য সৌদিতে যাওয়ার আগে মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে টিকার এ নির্দেশনা কার্যকর হবে । মেনিনজাইটিস টিকা কী? কেন এই টিকার গুরুত্ব এত বেশি তা জানা জরুরি।

মেনিনজাইটিস হলো মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের চারপাশের ঝিল্লীর প্রদাহ। এ রোগটি জীবাণু, ভাইরাস বা ফাঙ্গাস দ্বারা সৃষ্ট হতে পারে। এর প্রভাব অনেক গুরুতর হতে পারে। মেনিনজাইটিস টিকার পরিচয়, এর প্রয়োজনীয়তা, লক্ষণ, কেন ওমরাহ যেতে এই টিকা নেওয়া বাধ্যতামূলক তা জানা জরুরি।

মেনিনজাইটিস টিকার পরিচয়

মেনিনজাইটিস টিকা মানবদেহকে মেনিনজাইটিসের একটি বিশেষ প্রকার। বিশেষত নিউমোকোকাল ও মেনিংকোকাল ইনফেকশন থেকে রক্ষা করে এ টিকা। এই টিকা ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ও রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে। টিকাটি শরীরে অ্যান্টিবডি তৈরি করে, যা মেনিনজাইটিসের জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমায়।

মেনিনজাইটিস টিকা কেনো দিতে হয়

মেনিনজাইটিস টিকা নেয়ার প্রধান কারণ হলো এই রোগটির ভয়াবহতা। প্রদাহজনিত অবস্থার কারণে রোগী অসুস্থ হয়ে পড়তে পারে। কিছু ক্ষেত্রে জীবাণু মস্তিষ্কে পৌঁছে যেতে পারে, যা জীবনকে হুমকির মুখে ফেলতে পারে। আর এ রোগ মস্তিস্কে পৌঁছে গেলে অল্প সময়ে মানুষ মৃত্যুবরণ করতে পারে। টিকা নেয়ার মাধ্যমে এই রোগের ঝুঁকি কমে যায়। বিশেষ করে শিশু ও তরুণদের জন্য এই টিকার গুরুত্ব অনেক বেশি। কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য বয়সীদের তুলনায় তুলনামূলকভাবে কম থাকে। তাই এ টিকা অযাচিত দুর্ঘটনা এড়াতে দিয়ে দেয়া জরুরি। 

মেনিনজাইটিস রোগের লক্ষণ কী কী

মেনিনজাইটিসের লক্ষণগুলি খুব তাড়াতাড়ি প্রকাশ পায়। উচ্চ তাপমাত্রা। মাথাব্যথা। ঘন ঘন বমি। আলস্য। শরীর নিস্তেজ। তীব্র কাঁপুনি। মাংসপেশিতে খিঁচুনি। আলোর প্রতি অতিসংবেদনশীলতা। ঘুমের সমস্যা। মুখের পেছনে বা ঘাড়ে ব্যথা। শিশুদের ক্ষেত্রে, মেনিনজাইটিসের লক্ষণ হলো বমি, খাবারে অরুচি, অস্বস্তি।

কিভাবে মানুষ মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়

মেনিনজাইটিস রোগটি সাধারণত বাতাসের মাধ্যমে বা সংক্রামিত ব্যক্তির মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তির কাশি, হাঁচি, বা পণ্য বিনিময়ের মাধ্যমে ভাইরাস বা জীবাণু অন্যদের মধ্যে সংক্রমিত হতে পারে। কিছু ক্ষেত্রে, এটি মাথায় প্রচুর আঘাতের মাধ্যমে ও মারাত্মক সংক্রমণের কারণেও হতে পারে।

সৌদি আরবের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ওমরাহ পালনের উদ্দেশ্যে মেনিনজাইটিস টিকা নেওয়া বাধ্যতামূলক। এর প্রধান কারণ হলো ধর্মীয় স্থানগুলোতে প্রচুর মানুষের সমাগম। এর ফলে এই রোগের সংক্রমণের সম্ভাবনা বৃদ্ধি পায়। রোগের বিস্তার রোধ করতে ও অন্যদেরকে সুরক্ষিত রাখতে সৌদি সরকার এ পদক্ষেপ নিয়েছে।

এ রোগ হলে কী হয়?

মেনিনজাইটিসের কারণে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, যেমন হঠাৎ মৃত্যু, দীর্ঘমেয়াদী নিউরোলজিক্যাল সমস্যা (যেমন বিভ্রান্তি, স্মৃতিশক্তি হারানো),  ক্রনিক দৃষ্টিশক্তির সমস্যা। রোগটি দ্রুত চিকিৎসার প্রয়োজনীয়তা তৈরি করে, অতএব সময়মতো চিকিৎসা না হলে ক্ষতির সম্ভাবনা থাকে। রোগী অল্প সময়ের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। তাই সতর্কতা জরুরি। 

কতটা ভয়ংকর এ রোগ

মেনিনজাইটিস অত্যন্ত ভয়ংকর, কারণ এটি খুব দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। মাথার মজ্জায় প্রদাহ ঘটায়। সঠিক সময়ে চিকিৎসা না পেলে ব্যক্তি কখনও কখনও হঠাৎ মৃত্যু বা স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতার শিকার হতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুযায়ী, এই রোগটি প্রতি বছর মারাত্মক সংক্রমণের মধ্যে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। 

সার্বিকভাবে, মেনিনজাইটিস একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা আমাদের ছোটবেলা থেকেই সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে। টিকা একটি কার্যকরী উপায় হিসাবে কাজ করে, বিশেষ করে যাদের ওমরাহ বা অন্যান্য ধর্মীয় সফরের উদ্দেশ্যে জনসমাগমে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত