নাটক, ওটিটি এবং সিনেমা- তিন মাধ্যমেই সরব তানজিকা আমিন। তবে দুই দশকের ক্যারিয়ারে এখনকার মতো এত ব্যস্ত সময় কখনো পার করেননি তিনি। মাঝে কয়েক বছরের বিরতিতে ছিলেন। বিরতি কাটিয়ে ফেরেন আর নানামাত্রিক চরিত্রে বাজিমাত করেন।
গেল মাসে হঠাৎ করেই বিয়ের খবর দিয়ে আসেন আলোচনায়। অস্ট্রেলিয়া প্রবাসী সাইফ বসুনিয়ার সঙ্গে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন এ অভিনেত্রী। ছয় বছর আগে থেকেই তাদের পরিচয়, এরপর বন্ধুত্ব তারপর বিয়ে। নতুন দাম্পত্য জীবন এবং কাজ সমানতালেই চালিয়ে নিচ্ছেন।
দাম্পত্য জীবন প্রসঙ্গে তানজিকা আমিন দেশ রূপান্তরকে বললেন, ‘খুবই ভালো যাচ্ছে। যদিও আমরা দুজন দুই দেশে অবস্থান করছি এখন। তারপরেও বেশ সুন্দরভাবে চলে যাচ্ছে। জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। পাশাপাশি কাজও করে যাচ্ছি। সবকিছু মিলিয়ে বেশ আছি বলতে পারেন।’
এখন তানজিকাকে আগের মতো নিয়মিত নাটকে দেখা যায় না। দুটো ধারাবাহিক প্রচার চলমান, এর পাশাপাশি কিছুদিন আগে শেষ করলেন নতুন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। ‘মহানগর ২’ দিয়ে রীতিমতো আলোচনায় আসার পর তার কাছে ওয়েবের প্রস্তাবও বেড়েছে। কাজ করেছেন ‘কাল পুরুষ’, ‘অমীমাংসিত’-তেও।