অস্ট্রেলিয়া প্রবাসী সাইফ বসুনিয়ার সঙ্গে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী তানজিকা আমিন। ছয় বছর আগে থেকেই তাদের পরিচয়, এরপর বন্ধুত্ব তারপর বিয়ে।
গত শুক্রবার পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, দুই মাস আগে ভাবলাম। তবে বিষয়টা পুরোপুরি পরিবারের মধ্যে ছিল। সাইফকে আমার মা আগে থেকেই চিনতেন, ওকে মায়ের খুব পছন্দ। পারিবারিকভাবে বিয়ে নিয়ে আমার ওপর চাপ ছিল। একটা সময় পারিবারিক চাপ মেনে নিতে হয়েছে। এটাও ঠিক যে আমারও ওকে ভালো লাগত।
তানজিকার স্বামী ২৫ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। বিয়ের পর অভিনয় ছাড়বেন কিনা, এমন প্রশ্নও উঠে। এ বিষয়ে তার ভাষ্য, অভিনয় আমার প্রাণের জায়গা। ঢাকা আমার প্রাণের শহর। ফলে দুটোর কোনোটিই ছাড়ছি না। তবে কিছু কারণে আমাকে তো যাওয়া–আসার মধ্যে থাকতে হবে।
এর আগে তানজিকা আমিন ২০০৮ সালে বিয়ে করেছিলেন এনামুল করিম নির্ঝরকে। কিন্তু সেই সংসার বিয়ের কয়েক বছর পরই ভেঙে যায়।