শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

শ্রীপুরে বাল্যবিবাহের অপরাধে বর-কাজীকে কারাদণ্ড, কনের মাকে অর্থদণ্ড

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০২:১৩ পিএম

গাজীপুরের শ্রীপুরে অপ্রাপ্তবয়স্ক স্কুল পড়ুয়া এক শিশুকে (১৩) বিয়ে (বাল্যবিয়ে) দেওয়ার অপরাধে বিয়ে পড়ানোর কাজী, বিয়ে করতে আসা বর ও কনের মাকে দণ্ড দেওয়া হয়েছে।  

বুধবার (২২ জানুয়ারি) রাত ১১টায় পৌরসভার ৪ নম্বর ওর্য়াডের বৈরাগীরচালা গ্রামে এ ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।

বাল্যবিয়ে পড়ানোর দায়ে কাজী আবুল কালাম আজাদীকে (৪০) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। অভিযুক্ত আবুল কালাম আজাদী গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের তাইজ উদ্দিনের ছেলে। অপরদিকে বিয়ের বর (জামাই) ফাহরুম হোসেনকে (২৩) ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  ফাহরুম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজলার সাতাং গ্রামের ফারুক মিয়ার ছেলে। এ ছাড়া কনের মা ফিরোজা খাতুনকে ( ৪০) ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মেহেদী হাসান আশিক জানান, কম্পিউটারের মাধ্যমে জন্মনিবন্ধন জালিয়াতি করে ১৩ বছর বয়সী শিশুর বয়স ১৮ বছর বানিয়ে বিয়ে দেওয়ার কাজ চলছিল। সবকিছু জানা সত্ত্বেও মোটা অংকের টাকার বিনিময়ে বিয়ে পড়ান কাজী আবুল কালাম আজাদী। বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। এরপর তিনজনকে বিভিন্ন দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, স্কুল পড়ুয়া ১৩ বছর বয়সী এক শিশুকন্যাকে বেআইনিভাবে বিয়ে দেওয়া হচ্ছিল। পরে সংশ্লিষ্টদের শাস্তি দেওয়া হয়েছে। বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৯ ধারায় বিয়ে পড়ানোর দায়ে কাজীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ দিকে বিয়ে করতে আাসা বরকে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারায় ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কনের মাকেও বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত