মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

লিটনের সেই সেঞ্চুরি ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায়

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম

২০২৪ সালের টেস্ট ক্রিকেটে রং ছড়ানো ব্যাটিং পারফরম্যান্সগুলো থেকে সেরা ইনিংস বেছে নিতে একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। পাঁচজন ব্যাটারের মধ্য থেকে বেছে নেওয়া সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের লিটন দাস।

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে করা লিটনের দুর্দান্ত সেঞ্চুরিটি স্থান পেয়েছে এই তালিকায়। ২২৮ বলে ১৩৮ রানের ইনিংসটি বাংলাদেশের ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে। ওই টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপদে পড়া বাংলাদেশকে বাঁচানোর পাশাপাশি ঐতিহাসিক জয় এনে দিতে বড় ভূমিকা রাখেন লিটন।

২০০১ সাল থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেললেও কখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। কিন্তু ২০২৪ সালে প্রথমবারের মতো রাওয়ালপিন্ডি টেস্টে জয় পায় টাইগাররা। শুধু জয় নয়, সিরিজ জয় ও হোয়াইটওয়াশের গৌরব অর্জন করে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে বিপর্যয়ের মাঝে লিটন ও মেহেদী হাসান মিরাজের সপ্তম উইকেটে ১৬৫ রানের অসাধারণ জুটি গড়ে এই ইতিহাস রচনা হয়।

লিটনের প্রতিদ্বন্দ্বীরা কারা?

ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের তালিকায় লিটনের প্রতিদ্বন্দ্বীরা হলেন:

অলি পোপ (ইংল্যান্ড): ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে ১৯৬ রানের ইনিংস।

যশস্বী জয়সওয়াল (ভারত): ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তমে ২০৯ রান।

ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া): ভারতের বিপক্ষে অ্যাডিলেডে ১৩০ রান।

হ্যারি ব্রুক (ইংল্যান্ড): মুলতান টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৩১৭ রান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত