মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ঝিনাইগাতীতে অবৈধ বালুর গাড়ি আটক করায় ইউএনও অফিস ঘেরাও  

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১০:২০ এএম

শেরপুরের ঝিনাইগাতী অবৈধ বালুর গাড়ি আটক করায় অবৈধ বালু ব্যবসায়ীরা ইউএনও অফিস ঘেরাও ও রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, গতকাল সন্ধ্যায় অবৈধ বালু লুটপাট বন্ধের অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দা রানী ভৌমিক উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামন থেকে অবৈধ বালু ভর্তি একটি মাহিন্দ্র আটক করে। এ সময় অবৈধভাবে বালু লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের করে সাজা দেন। এ ঘটনাকে কেন্দ্র অবৈধ বালু ব্যবসায়ী সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। 

এসময় অবৈধ বালু লুটপাটকারীরা উপজেলা পরিষদের সামনে রাস্তা বন্ধ করে দিয়ে ১ ঘণ্টার উপরে সড়ক ইউএনও অফিস অবরোধ করে রাখে। 

অবৈধ বালু লুটপাটকারীদের পক্ষে নেতৃত্ব দেন শ্রমিকদল নেতা মাসুদ আরমান ও শাহীন ড্রাইভার। বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল ও স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে স্লোগান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। থানা পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে গারো পাহাড় থেকে অবৈধভাবে বালু লুটপাটে মেতে উঠে ওই বালু খেকোরা। 

এ বিষয়ে শ্রমিকদল নেতা মাসুদ আরমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমার বালুর বৈধ কাগজ থাকার পরেও উপজেলা প্রশাসন বালুর গাড়ি আটক ও শ্রমিকদের সাজা দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালুর গাড়ি আটক ও শ্রমিকদের সাজা দেওয়া হলে অবৈধ বালু লুটপাটকারীরা আটক বালুর গাড়ি ও শ্রমিকদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশে ইউএনও অফিস ঘেরাও ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে যে কোনো মুহূর্তে পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।  

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত