কিছুদিন ধরে চলা গুঞ্জনই সত্য হলো। আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি দিচ্ছেন নেইমার। গতকাল রাতে আল হিলাল সামাজিক মাধ্যমে জানায় পারস্পরিক সমঝোতায় নেইমারের সঙ্গে চুক্তি শেষ হয়েছে তাদের।
কিছুক্ষণ আগে নেইমার তার ফেসবুক পোস্টে আল হিলাল ক্লাব, সৌদি ফুটবল এবং সেখানকার ভক্তদের উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন:
"আল হিলালের সবাইকে, ভক্তদের উদ্দেশ্যে, ধন্যবাদ!! আমি খেলার জন্য সবকিছু দিয়েছিলাম এবং আশা করেছিলাম আমরা মাঠে আরও ভালো সময় কাটাতে পারব।"
এই পোস্টে নেইমার আল হিলালের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং স্বীকার করেছেন যে, মাঠে আরও ভালো সময় কাটানোর ইচ্ছা তার ছিল। সৌদি আরবকে নিজের এবং পরিবারের জন্য নতুন এক অভিজ্ঞতার জায়গা হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন,
"সৌদি আরবকে ধন্যবাদ, আমাকে এবং আমার পরিবারকে নতুন একটি বাড়ি এবং নতুন অভিজ্ঞতা দেওয়ার জন্য। আমি এখন প্রকৃত সৌদি আরবকে চিনি এবং জীবনের জন্য কিছু বন্ধু পেয়েছি।"
নেইমার তার পোস্টে সৌদি ফুটবল এবং আল হিলালের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। তিনি সৌদি আরবের ২০৩৪ সালের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে লিখেছেন,
"তোমাদের ভবিষ্যৎ অসাধারণ হবে, বিশেষ কিছু ঘটছে। আমি সবসময় তোমাদের সমর্থন করে যাব!!!"
নেইমার বর্তমানে ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন। তিনি যখন আল হিলালে যোগ দেন, তখন এটি সৌদি প্রো লিগের একটি বড় মুহূর্ত ছিল। যদিও ইনজুরির কারণে তিনি সেভাবে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি, তবুও তার প্রতি ভক্তদের ভালোবাসা অটুট ছিল।
সৌদি আরবে কাটানো সময়কে স্মরণ করে নেইমার বলেছেন,
"আমি সবসময় তোমাদের ভালোবাসা এবং খেলার প্রতি তোমাদের আবেগ অনুভব করেছি।"
নেইমারের এই বার্তা তার ভক্ত এবং আল হিলালের সমর্থকদের মধ্যে আবেগ সৃষ্টি করেছে। ক্লাব এবং দেশটির প্রতি তার ভালোবাসা ও সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
আল হিলালের কোচ জর্জ জেসুস জানুয়ারির মাঝামাঝিতে বলেছিলেন, সৌদি লিগ যে মানের খেলায় অভ্যস্ত, নেইমার এখন আর সে পর্যায়ে নেই। সৌদি প্রো লিগের জন্যও তাঁকে নিবন্ধিত করা হবে না। নেইমার ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান। আর এমনটি করতে হলে তাকে থাকতে হবে খেলার মধ্যে।
তাই আগেই চুক্তি শেষ করে সান্তোসে যাচ্ছেন নেইমার এমনটি ধারণা। প্রশ্ন হলো, আগেভাগেই চুক্তি বাতিল করায় নেইমারকে কী পরিমাণ আর্থিক ছাড় দিতে হচ্ছে?
ইএসপিএন জানিয়েছে, চুক্তির মেয়াদ ফুরানোর বাকি সময়ে পারিশ্রমিক বাবদ নেইমার সাড়ে ৬ কোটি ডলার (প্রায় ৭৯০ কোটি ৩৮ লাখ টাকা) পেতেন। কিন্তু বিদায়ের কাজটা ভালোভাবে সারতে এই বেতনের বড় একটি অংশ ছাড় দিতে হয়েছে তাকে। সূত্রের বরাতে তাদের দেওয়া তথ্য মতে আড়াই থেকে ৩ কোটি ডলার (প্রায় ৩৬৪ কোটি ৭৯ লাখ টাকা) পারিশ্রমিক বাবদ ছাড়বেন নেইমার।
তবে দল-বদলে বিশেষজ্ঞ ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছে, শৈশবের ক্লাবে ফিরতে নেইমার আল হিলালে তাঁর বেতনের বাকি সাড়ে ৬ কোটি ডলার ছাড় দিয়েছেন। শেষ পর্যন্ত অর্থের পরিমাণ যাই হোক নেইমার সান্তোসে ফিরতে আল হিলালে পারিশ্রমিকের অর্থ ছাড় দিচ্ছেন তা নিশ্চিত।
নেইমার সান্তোসেই ফিরছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি। তবে 'ও গ্লোবো’ আর ফাব্রিজিও রোমানো জানাচ্ছেন, নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসছেন নেইমার। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে তার নতুন অধ্যায়।
নেইমারের আল হিলাল অধ্যায় ভালো কাটলো না। ইনজুরির কারণেই হয়েছে এমনটি। নেইমার আল হিলালে মোট খেলেছেন ৭ ম্যাচ। আরও স্পষ্ট করে বললে, ৪২৮ মিনিট। গোল করেছেন একটি, অ্যাসিস্ট তিনটি।