লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বর্তমান ও সাবেক দুই জনপ্রতিনিধিকে ৯৮১ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলনবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম।
গ্রেফতাররা হলেন ভেলাবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম নান্নু (৪৯) এবং বর্তমান ইউপি সদস্য সমির উদ্দিন (৫১)। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এই অঞ্চলে তাদের নেতৃত্বে মাদক ও গরু পাচারের সিন্ডিকেট সক্রিয় ছিল বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নান্নু আগে গরু পাচারের সঙ্গে জড়িত ছিলেন। একবার বিএসএফের গুলিতে আহতও হন। পরে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন এবং প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। আর সমির উদ্দিন স্থানীয় প্রশাসনের নজর এড়িয়ে মাদকের বাজার নিয়ন্ত্রণ করতেন।
ভেলাবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা হাশেম আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এদের ভোট দিয়েছিলাম গ্রাম উন্নত করার জন্য, মাদকমুক্ত করার জন্য। কিন্তু তারা নিজেরাই মাদক কারবারি। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
র্যাব ইতোমধ্যে গ্রেফতারদের লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করেছে। লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বিষয়টি নিশ্চিত করেছেন।