ইউরোপ, এশিয়া ঘুরে অবশেষে নিজের আঁতুরঘরে ফিরলেন নেইমার। ব্রাজিলের প্রাচীন ক্লাব সান্তোস তাদের ঘরের ছেলেকে রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নিল। নেইমারের সান্তোসে ফেরার মূল স্লোগান ছিল ‘দ্য প্রিন্স ইজ ব্যাক’। ভক্তদের বাঁধভাঙা উচ্ছাসের মাঝে কালো ক্যাপ, কালো গেঞ্জি পরা নেইমার আনুষ্ঠানিকভাবে সান্তোস প্রত্যাবর্তন ঘটালেন। ভাসলেন আবেগে।
নেইমারের জন্য স্থানীয় শিল্পীদের নিয়ে একটি কনসার্টও আয়োজন করেছিল সান্তোস। বৃষ্টির মধ্যেই ব্রাজিলের শীর্ষ লিগের ক্লাবটির স্টেডিয়াম ভিলা বেলমিরোর গ্যালারিতে এসেছিলেন প্রায় ২০ হাজার দর্শক। স্টেডিয়ামের বাইরেও ছিল ভিড়। বৃষ্টির মধ্যেই মঞ্চে উঠেছেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। দর্শকদের প্রতি হাত নেড়েছেন। ঘরের ছেলেকে দর্শকেরাও বরণ করেছেন প্রবল হর্ষধ্বনিতে।
শৈশবের ক্লাবে ফিরে আবেগাপ্লুত নেইমার মাটিতে মাথা ও হাত নুইয়ে নিজের বিখ্যাত গোল উদ্যাপন ভঙ্গিমার পর ক্লাবের মাঠে চুমু খান। একসময় তাকে চোখ মুছতেও দেখা যায়। এই সান্তোস থেকেই জন্ম হয়েছিল আজকের সুপারস্টার নেইমারের। দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি খুবই সুখি। এখানে দারুণ সময় কাটিয়েছি। সামনে তেমন সময় আরও আসছে। ড্রিবল করতে সাহসের অভাব হবে না।’
পরে সংবাদ সম্মেলনে সান্তোসে ফেরার কারণও ব্যাখ্যা করেছেন নেইমার, ‘কিছু সিদ্ধান্ত থাকে, যেটা ফুটবলীয় চুক্তির বাইরে। আল হিলালে ভালোই ছিলাম। পরিবার ভালো ছিল। কিন্তু কিছু ঘটনায় সিদ্ধান্তটি নিতেই হলো। অনুশীলনে নিজেকে অসুখী লাগছিল। ফেরার সুযোগটা পেয়ে যাওয়ার পর দ্বিতীয়বার ভাবিনি। এখানে পা রাখার পর থেকেই মনে হচ্ছে, ১৭ বছর বয়সে ফিরে গেছি। খুব ভালো লাগছে এবং খেলার জন্য মুখিয়ে আছি।’