বিপিএলে টানা দ্বিতীয় শিরোপা জেতার হাতছানি ফরচুন বরিশালের সামনে। চার আসরের মধ্যে তারা তৃতীয়বার উঠে গেছে ফাইনালে। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই তাদের বলা হয়েছে সবচেয়ে ফেভারিট। কোচ মিজানুর রহমান জানালেন, অন্য দলের ক্রিকেটাররাও মজা করে বলেছে, বরিশালের মাঠে খেলার দরকারই নেই, এমনিই চ্যাম্পিয়ন!
কাগজে-কলমে এগিয়ে থাকা দলটি মাঠেও রাখে সামর্থ্যরে ছাপ। প্রথম পর্বে ৯ ম্যাচ জিতে সবাইকে পেছনে ফেলে শীর্ষে থেকেই প্লে-অফে নাম লেখায়। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সুযোগই কাজে লাগিয়ে এখন শিরোপার খুব কাছে তামিম ইকবালের দল। প্রধান কোচ মিজানুর রহমান গতকাল বললেন, ‘আমরা যখন দল বানিয়েছি, সবাই বলেছে আমরা চ্যাম্পিয়ন। মিডিয়া বলেছে... (অন্য দলের) ক্রিকেটাররা বলেছে, আপনাদের তো খেলার দরকার নেই। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা দল করেছি। আমাদের টিম কম্বিনেশন দেখলেও তাই মনে হয়।’
‘চ্যাম্পিয়ন হতে পারব কি না সেটা ৭ তারিখে (ফাইনালে) বোঝা যাবে। আমরা ফাইনালে উঠেছি। আমাদের কম্বিনেশন, টিম বন্ডিং কাজ করেছে। আমরা প্রথম দিন থেকেই চেয়েছি যে ফাইনাল খেলব। সেই লক্ষ্যেই এগিয়েছি এবং আমরা যেতে পেরেছি।’ টুর্নামেন্টের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এরপর তাদের কীর্তিতে নাম লেখাতে পেরেছে শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ২০২২ ও ২০২৩ সালে। এবার ঢাকা ও কুমিল্লার সাফল্যের পুনরাবৃত্তির হাতছানি বরিশালের সামনে।