বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মাদ্রিদ ডার্বির আগে আতলেতিকোর ৫

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ এএম

লা লিগায় শীর্ষ দুই দলের লড়াইয়ে নামার আগে দাপুটে এক জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। গেতাফেকে উড়িয়ে কোপা দেল রে’র সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ডিয়েগো সিমিওনের দল। ঘরের মাঠে মঙ্গলবার রাতে ৫-০ গোলে জিতেছে আতলেতিকো। জোড়া গোল করেছেন জুলিয়ানো সিমিওনে। একবার করে জালে বল পাঠিয়েছেন আনহেল কোররেয়া, সামু লিনো ও আলেকসান্দার সরলথ।

৪৯তম মিনিটে জালে বল পাঠিয়ে হ্যাটট্রিকের আনন্দে মেতেছিলেন কোচ সিমিওনের ছেলে জুলিয়ানো। কিন্তু অফসাইডের জন্য সেটা গোল হয়নি।  কঠিন ম্যাচের বিশ্রাম নিয়ে শনিবার রিয়ালের বিপক্ষে সর্বশক্তি দিয়ে লড়াইয়ে নামার কথা জানিয়েছেন জুলিয়ানো। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লা লিগার দুই নম্বরে আছে আতলেতিকো। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত