শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

রাজবাড়ীতে অস্ত্র গুলিসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৪ পিএম

রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চর আফড়া এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি গ্রেপ্তারকৃত আসামি ডাকাত দলের সর্দার।

গ্রেপ্তার আসামির নাম ফারুক হোসেন বালা। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের আক্কাস বালার ছেলে।

পাংশা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে ইঞ্জিনচালিত একটি নৌকা থেকে ফারুক হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে দুটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, একটি ইয়ারগান, ১৮ রাউন্ড গুলি, চারটি ককটেল, দুটি চাপাতি, একটি হকি স্টিক উদ্ধার করা হয়। সে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।

 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গ্রেপ্তার ফারুক হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও একটি ডাকাতি মামলা রয়েছে। নৌ-পুলিশ বাদী হয়ে পাংশা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত