শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ওসমানী বিমানবন্দরে ১৭ কেজি স্বর্ণসহ দুজন আটক

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৫ এএম

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণসহ দুজনকে আটক করা হয়েছে। ওই দুই ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেটে আসেন। তাদের লাগেজ তল্লাশি করে ১২০টি স্বর্ণের বার ও চারটি গোলাকার স্বর্ণপি- উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন-  মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সাঈদ আহমদ ও সিলেটের জৈন্তাপুর উপজেলার আফতাব উদ্দিন ।    বিমানবন্দর সূত্র জানায়, শারজাহ থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৫২ নম্বর ফ্লাইটটি গতকাল সকাল সাড়ে ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানে অবৈধভাবে স্বর্ণের চালান নিয়ে আসা হচ্ছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টরা নজরদারি শুরু করে। এ সময় সাঈদ ও আফতাব নামে দুই যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাদের লাগেজে তল্লাশি চালানো হয়। তাদের লাগেজে ফ্যান ও চার্জার লাইটের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১২০টি স্বর্ণের বার ও চারটি স্বর্ণপি- পাওয়া যায়।     

কাস্টমসের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণসহ বিমানের দুই যাত্রীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় সাড়ে ১৭ কেজি স্বর্ণ, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২১ কোটি টাকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত