সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বিপিএল ট্রফির লঞ্চে ওঠা হলো না; আকাশপথে গেল বরিশালে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৫ পিএম

বরিশাল মানেই নদী আর লঞ্চের অঞ্চল। লঞ্চ হলো এ অঞ্চলের আইকনিক পরিবহন। তাই বিপিএলের ট্রফি লঞ্চে করেই বরিশাল যাবে –এমনটাই সবার আশা ছিল। তবে টানা দ্বিতীয়বার ফরচুন বরিশাল শিরোপা জিতলেও বিপিএল ট্রফির লঞ্চে ওঠা হলো না। ট্রফি নিয়ে বরিশালে গেলেন তামিম ইকবালরা, তবে লঞ্চে নয়, বিমানযোগে।

অবশ্য ফাইনালের আগেরদিন এবং চ্যাম্পিয়ন হওয়ার পর ফরচুন বরিশাল অধিনায়ক তামিম বলেছিলেন, লঞ্চে করে বরিশালে নিয়ে যেতে চান বিপিএল ট্রফি। আগেরবার দর্শকদের হতাশ করলেও এবার করবেন না। তবে বাস্তবে তা হয়নি। ফাইনাল জয়ের পর ফরচুন বরিশাল মালক মিজানুর রহমান বলে দেন, লঞ্চে করে বরিশালে ট্রফি নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বিপিএল ট্রফির আইকনিক বাহনে ওঠা হলো না।

আজ ৯ ফেব্রুয়ারি রবিবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বরিশালে পৌঁছেছে টানা দ্বিতীয়বার শিরোপাজয়ী দল ফরচুন বরিশাল। আগে থেকেই শিরোপা জয় উদপানের ঘোষণা দিয়েছিলেন মিজানুর রহমান। তিনি বলেছিলেন, ‘৯ তারিখে বরিশাল যাব, যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখেন। আপনারা সবাই নিমন্ত্রিত। আমরা চেষ্টা করব দুপুরের পর বেলস পার্কে একটা অনুষ্ঠান করতে।’

এছাড়া শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে তামিম ইকবাল বলেছিলেন, ‘আমরা গতবার শিরোপা জয়ের পর বরিশাল যেতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে সেখানে যাব। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত