দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণকে বিনামূল্যে চক্ষুসেবা প্রদানের লক্ষ্যে নারায়ণগঞ্জে প্রায় তিন শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ইপিলিয়ন গ্রুপের ই-সেবা কমিউনিটি ক্লিনিকে দিনব্যাপী এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
ইপিলিয়ন গ্রুপের অর্থায়নে মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম (ইসিপি) ক্যাম্পটি বাস্তবায়ন করে। চিকিৎসা ব্যবস্থাপনা করেন আল হাকিম চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার।
এ সময় মোট ২৩১ জন চোখের রোগীকে প্রয়োজনীয় চক্ষুসেবা প্রদান করা হয়। যার মধ্যে ৭০ জনের ছানি অপারেশনের জন্য শনাক্ত করা হয়। এ ছাড়া রোগীদের মধ্যে ১১০ জনকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও ৬৭ জনকে চশমা দেওয়া হয়।
এই আই ক্যাম্পের মাধ্যমে চোখের যত্নের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং যারা আর্থিক কারণে চোখের চিকিৎসা নিতে অক্ষম, তাদের চিকিৎসা প্রদান করা হয়। মূলত স্থানীয় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করাই ছিল এই ক্যাম্পের মূল লক্ষ্য।
স্থানীয় বাসিন্দা ও আই ক্যাম্পে সেবা নিতে আসা প্রবীণ সাইদুর রহমান বলেন, চোখের সমস্যা আমার জন্য অনেক বড় একটা প্রতিবন্ধকতা ছিল। কিন্তু আজ এই ক্যাম্প আমাকে আশার আলো দেখিয়েছে। ক্যাম্পের মাধ্যমে আমি আমার দীর্ঘদিনের ছানি সমস্যা চিহ্নিত ও অপারেশনের ব্যবস্থা করাতে সক্ষম।