গাজা নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। কোনো শক্তিই ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে জোর করে তাড়িয়ে দিতে পারবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
রবিবার (৯ ফেব্রুয়ারি) মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলে সাংবাদিকদের এ কথা বলেন এরদোয়ান। খবর আনাদোলু এজেন্সির।
এদিনই ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিকে একটি বড় আবাসন এলাকা মনে করেন তিনি। এছাড়া গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার কথাও ব্যক্ত করেন তিনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ঘোষিত এই পরিকল্পনা বিশ্বব্যাপী বিশেষ করে আরব ও মুসলিম দেশগুলোতে ক্ষোভের সৃষ্টি করেছে। নেতানিয়াহু এটিকে গাজার জন্য ‘ভালো ধারণা’ বলে অভিহিত করলেও এরদোয়ান একে ‘মূল্যহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। এ সিদ্ধান্তকে ইহুদিবাদী নেতাদের গোপন এজেন্ডা রয়েছে বলে অভিযোগ করেছেন।
এরদোয়ান ট্রাম্পের পরিকল্পনার তীব্র বিরোধিতা করে বলেন, ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে কেউ সরিয়ে দিতে পারবে না। তিনি বিশ্বাস করেন, প্রস্তাবটির মূল্য নেই এবং আলোচনার যোগ্য নয়। অনেকে তার মতামতের সঙ্গে একমত পোষণ করেন, যার ফলে এই পরিকল্পনার ব্যাপক সমালোচনা হয়।
প্রস্তাবে গাজাকে হামাস ছাড়া একটি শান্তিপূর্ণ এলাকায় পুনর্গঠনের কথা বলা হয়েছে। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো ফিলিস্তিনিদের জন্য নতুন আবাসস্থল নির্মাণে সহায়তা করবে। তিনি দাবি করেন, এর ফলে শত শত বছরের মধ্যে প্রথমবারের মতো এ অঞ্চলে শান্তি আসবে।
সমালোচকরা বলছেন, এতে ফিলিস্তিনি জনগণের অধিকার ও ইচ্ছাকে উপেক্ষা করা হয়েছে। নেতারা এবং সম্প্রদায়গুলো এই সংবেদনশীল বিষয়ে তাদের মতামত প্রকাশ করায় বিতর্ক অব্যাহত রয়েছে।