দীর্ঘ ২৭ বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে ভারতীয় জনতা দল বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির টানা দুই শাসনামলের অবসান ঘটিয়ে সেখানে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। ফলে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হতে পারে তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, মুখ্যমন্ত্রী বাছাইয়ে ক্ষেত্রে চমক দেখাতে পারে বিজেপি।
বিজেপি সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র যাবেন। তার এই সফরের পর দিল্লিতে বড় পরিসরে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, লিঙ্গ ভারসাম্য, জাতিগত ও সম্প্রদায়গত সমীকরণ এবং রাজনৈতিক অভিজ্ঞতার মতো সব অঙ্ক কষেই এবার বিজেপি মুখ্যমন্ত্রী বাছাই করতে পারে। পাশাপাশি ভোটব্যাংকের বিষয়টিও বিজেপির মাথায় থাকবে। এবারের নির্বাচনে পঞ্জাবি, ব্যবসায়ী এবং দলিত ভোটারদের বড় অংশের ভোট পেয়েছে বিজেপি। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বাছাইয়ের ক্ষেত্রেও তা খেয়াল রাখবে বিজেপি।
দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তবে নবনির্বাচিত বিধায়ক পরবেশ ভার্মাকে এই পদের প্রধান দাবিদার হিসেবে দেখা হচ্ছে। কেজরিওয়ালকে ৪ হাজার ৯৯ ভোটে হারিয়ে চমক সৃষ্টি করেছেন পরবেশ ভার্মা। তিনি দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার ছেলে। তিনি পশ্চিম দিল্লির দুইবারের সাবেক সংসদ সদস্য। যদিও গত বছর সংসদ নির্বাচনে দলীয় টিকিট পাননি। এ ছাড়া উগ্র হিন্দুত্ববাদী এই নেতার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ও নানা সময়ে বিতর্ক সৃষ্টির অভিযোগ আছে।
ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুস্বমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজের নামও উঠে আসছে। দিল্লি থেকে তিনি প্রথমবার সাংসদ হন। লোকসভা নির্বাচনে নয়াদিল্লি আসনে জয়ী হয়েছিলেন বাঁশুরি। এই আসনে একসময় অটল বিহারী বাজপেয়ী এবং এলকে আডবাণী জিতেছিলেন। সেই আসনে লড়াই করে বাঁশুরি নিজেকে যোগ্য প্রমাণ করেছেন। তার হাতেও দিল্লির দায়িত্ব তুলে নিতে পারে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নাম উঠে আসছে স্মৃতি ইরানিরও। দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। দিল্লিতে বিজেপির অন্যতম মুখ রমেশ ভাদুড়ি। সাবেক এই সাংসদের জনপ্রিয়তাও রয়েছে। ভোটে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আপ নেত্রী অতিশী। এছাড়া রমেশ বিধুরি ও দলিত নেতা দুষ্মন্ত গৌতমের নাম শোনা যাচ্ছে।