সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

গাজায় যুদ্ধবিরতি 

আলোচনার জন্য কাতারে ইসরায়েলি দল

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১১ এএম

গাজা যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে নিতে কাতারে পৌঁছেছে ইসরায়েলের একটি প্রতিনিধিদল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্র জানিয়েছেন, রবিবার প্রতিনিধিদলটি কাতারে পৌঁছায়। হামাসের সঙ্গে করা চলমান যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাজার গুরুত্বপূর্ণ নেতজারিম ক্রসিং পয়েন্ট থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়েছে। চলতি সপ্তাহে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার কথা। তেল আবিব জানিয়েছে, এই পর্যায়ে ইসরায়েলি প্রতিনিধিরা কেবল কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা মঙ্গলবার ট্রাম্পের প্রস্তাবসহ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করবে বলে তার দপ্তরের সূত্র জানিয়েছে। যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি মেনে ফিলিস্তিনের গাজার নেতজারিম করিডর ছেড়ে গেছেন ইসরায়েলি সেনারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত