সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ময়মনসিংহে নিজ গ্রামে শায়িত হলেন বিচারপতি রউফ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৯ এএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবদুর রউফকে ময়মনসিংহের নিজ বাড়ির গোস্টা দাখিল মাদ্রাসা মাঠে জানা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

গতকাল বাদ মাগরিব ময়মনসিংহ সদরের দাপুনিয়া ডিকেজিএস কলেজ মাঠে তার তৃতীয় জানাজা হয়।

এর আগে গতকাল সোমবার দুপুর পৌনে ২টায় জাতীয় ঈদগাহ মাঠে জানাজায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারক, আইনজীবী, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাকে শেষ বিদায় জানান।

জানাজায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলাম, অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারক, সিইসি এএমএম নাসির উদ্দিন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত