সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সরকারের দায়বোধ জাগিয়ে তোলার চেষ্টা করতে হবে : নজরুল

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘১৫ বছর ধরে আমরা অব্যাহতভাবে লড়াই করে যাচ্ছি। অসংখ্য মানুষ গুম-খুন হয়েছে। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের দায়বোধ জাগিয়ে তোলার জন্য আমাদের চেষ্টা করতে হবে।’ গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত এক কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে নজরুল এ কথা বলেন।

নজরুল বলেন, ‘শ্রমিক আন্দোলনের দাবি এবং লড়াই কখনো শেষ হবে না। আজ যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেগুলো যদি সমাধান করা হয় তাহলে এক-দুই বছর পর আবার নতুন সমস্যা তৈরি হবে। বিবর্তন ও পরিবর্তনের মাধ্যমে নতুন চাহিদা কিংবা দাবি আসবেই। তবে সেসবের সমাধানের জন্য আমাদের সবসময়ই চেষ্টা করে যেতে হবে। সেজন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াস। আজকের যে দাবিগুলো তুলে ধরে হয়েছে, সেসব অত্যন্ত যুক্তিসংগত। কিন্তু সব যুক্তিসংগত দাবি অর্জন হয় না। আমি যদি ন্যায্যভাবে ১০ টাকার অধিকারী হই, তাহলে যিনি টাকাটা দেবেন তার পকেটে টাকাটা কমে যায়। শ্রমজীবী মানুষ এ দেশের প্রত্যেকটা আন্দোলন-লড়াইয়ে জীবন দিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত