বার্সেলোনার বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ী ফুটবল ইতিহাসেই অক্ষয় হয়ে আছে। লিওনেল মেসি, নেইমার এবং লুইস সুয়ারেজকে নিয়ে গঠিত দুর্ধর্ষ আক্রমণভাগ একসময় বিশ্বের যে কোন দলকে চ্যালেঞ্জে ফেলে দিত। এখন তিনজনের কেউই নেই বার্সায়। তবে নতুন প্রজন্মের মাধ্যমে বার্সায় যেন ফিরে এলো এক দশক আগের স্মৃতি।
গত রবিবার লা লিগার ম্যাচে সেভিয়াকে ৪-১ গোল হারায় বার্সেলোনা। চলতি মৌসুমে এই নিয়ে লিগের ২৩ ম্যাচে বার্সেলোনার মোট গোল হলো ৬৪টি, যা সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ পিছিয়ে আছে ১৩ গোলে। শেষবার বার্সেলোনা এমন কৃতিত্ব দেখিয়েছিল ১০ বছর আগে ২০১৪-১৫ মৌসুমে। সেটা ছিল বার্সেলোনায় এমএসএন ত্রয়ীর প্রথম মৌসুম।
মেসি, নেইমার আর সুয়ারেজের সৌজন্যে ইউরোপিয়ান ফুটবলে রাজত্ব করত বার্সেলোনা। পুরো মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সেবার মোট ১২২টি গোল করেছিল কাতালান ক্লাবটি। জিতেছিল ট্রেবল। এবারের মৌসুমে এখন পর্যন্ত বার্সার ৬৪ গোলের প্রায় অর্ধেকই (৩১টি) করেছেন রবার্ট লেভানদোস্কি। এছাড়া রাফিনহা ২৪টি, লামিনে ইয়ামাল ১১টি আর ফেরান তরেস করেছেন ১০ গোল।