সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

চোট পেয়েছেন সৌম্য, লিটন যাচ্ছেন দুবাই—পেছনে কী পরিকল্পনা?

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৬ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ দল। ঠিক তখনই দুশ্চিন্তার খবর—নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতে চোট পেয়েছেন ওপেনার সৌম্য সরকার। বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর এক ডেলিভারি গিয়ে লাগে তার হাতে। এরপর দ্রুত স্ক্যান করানো হয়, তবে স্বস্তির খবর হলো চোট গুরুতর নয়। ফলে আপাতত স্কোয়াড থেকে বাদ পড়ার শঙ্কা নেই সৌম্যের।

সৌম্যর ইনজুরি নিয়ে যতই স্বস্তির কথা শোনা যাক, বাংলাদেশ দল যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চায়। তাই স্কোয়াডের বাইরে থাকা লিটন দাসও যাচ্ছেন দুবাই ক্যাম্পে। যদি শেষ মুহূর্তে সৌম্যকে নিয়ে শঙ্কা দেখা দেয়, তবে লিটন যেন সঙ্গে সঙ্গেই মূল দলে ঢুকে যেতে পারেন।

কিছুদিন আগেও চোট ভুগিয়েছে সৌম্যকে। উইন্ডিজ সফরে ডান হাতে চোট পেয়ে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেননি সৌম্য। বিপিএল শুরুর সময়ও মাঠের বাইরে ছিলেন ইনজুরির কারণে। পরে ফিরে আসলেও মাত্র চারটি ম্যাচ খেলতে পেরেছেন। এবার আবার সেই একই হাতে চোট পেলেন, যা বাংলাদেশ দলের জন্য চিন্তার কারণ।

১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

সৌম্যর চোট নিয়ে এখনই বড় কোনো শঙ্কা নেই। তবে ইনজুরির ইতিহাস থাকায় লিটনকে ক্যাম্পে রাখা হচ্ছে সতর্কতা হিসেবে। ক্রিকেটে শেষ মুহূর্তে অনেক কিছু বদলে যেতে পারে। সৌম্য যদি পুরো ফিট না থাকেন, তাহলে সুযোগ পেতে পারেন লিটন। তাই আপাতত অপেক্ষার নামই বাংলাদেশ ক্রিকেট!

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত