বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

একসঙ্গে দুই দলের কোচ ব্রাজিলের পারাইবা!

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম

সাধারণত একটি ফুটবল ক্লাবের কোচের দায়িত্ব সামলানোকেই মনে করা হয় কঠিন কাজ। বিরল ঘটনার জন্ম দিয়ে একসঙ্গে দুটি দলের দায়িত্ব নিয়েছেন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্সেলিনহো পারাইবা।

২৪ ঘণ্টার মধ্যে ব্রাজিলিয়ান ফুটবলের দ্বিতীয় স্তরের দুটি দল আমেরিকানো-আরজে ও নাসিওল দে পাতোসের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ৪৯ বছর বয়সী মার্সেলিনহো।

ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যে পারাইবানো চ্যাম্পিয়নশিপে বর্তমানে প্রথম ধাপের শেষ পর্যায়ে আছে নাসিওল দে পাতোস। অবনমন এড়াতে লড়ছে দলটি। তাদের সঙ্গে মার্সেলিনহোর চুক্তি ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ে কেবল তিনটি ম্যাচে দায়িত্ব পালন করবেন তিনি।

আর আমেরিকানো-আরজের এখন বিরতি চলছে। আগামী মার্চের মাঝামাঝি প্রাক-মৌসুম প্রস্তুতিপর্ব শুরু করবে তারা।

খেলোয়াড় জীবনে মার্সেলিনহো ব্রাজিলের জার্সিতে খেলেন পাঁচ ম্যাচ। কোচিং ক্যারিয়ার শুরু ২০২১ সালে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত