শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

দিনাজপুরে উদ্ধার ৫ ভল্লুক আসল গাজীপুর সাফারি পার্কে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে আনা হয়েছে দিনাজপুর থেকে উদ্ধার হওয়া পাঁচটি এশিয়াটিক ব্ল্যাক ভল্লুক । আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাফারি পার্কে হস্তান্তর করা এ পাঁচটি ভল্লুক। যার মধ্যে দুটি প্রাপ্তবয়স্ক ও তিনটি অপ্রাপ্তবয়স্ক আছে। একটি নারী ভল্লুক অন্যগুলো পুরুষ। পার্কে আনা ভল্লুকগুলোকে নির্দিষ্ট বেষ্টনিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নির্দিষ্ট সময় পরে পার্কে ভল্লুক বেষ্টনিতে থাকা অন্যগুলোর সাথে ছেড়ে দেওয়া হবে।

বন্যপ্রাণী অপরাধ ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারীর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় দিনাজপুর,রাজশানহী ও চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বন বিভাগের কর্মকর্তারা সাথে ছিলেন।

এর আগে মঙ্গলবা (১১ ফেব্রুয়ারি) দিনাজপুরের নবাবগঞ্জ-হাকিমপুর উপজেলার সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের মালিকাধীন পিকনিক স্পট স্বপ্নপুরী থেকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিযান চালিয়ে অবৈধভাবে আটকে রাখা এ সব বন্যপ্রাণী উদ্ধার করে। পরে এদর মধ্যে থেকে পাঁচটি ভল্লুক গাজীপুর সাফারি পার্কে পাঠিয়ে দেয়। অপর দিকে উদ্ধার হওয়া অন্য প্রাণীগুলো চট্টগ্রামের ডুলাহাজরা সাফারি পার্কে পাঠিয়ে দেয়।

স্বপ্নপরী পিকনিক স্পট ও রির্সোট থেকে উদ্ধার হওয়া প্রাণীগুলো হলো ৫টি এশিয়াটিক ব্ল্যাক ভল্লুক,৫টি মায়া হরিণ, ১১টি বানর, ১৭টি সাম্বার হরিণ, ৫টি রাজধনেশ, ২টি সজারু ও একটি বুদর। পরে ভল্লুকগুলো গাজীপুর সাফারি পার্কে ও অন্যগুলো ডুলাহাজরা সাফারি পার্কে পাঠানো হয়েছে।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও  প্রকৃতি সংরক্ষণের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, স্বপ্নপুরী পার্ক কর্তৃপক্ষ এসব প্রাণী তাদের মিনি চিড়িয়াখানায় পালনের জন্য হালনাগাদ বৈধ কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি। বিনা অনুমতিতে এসব প্রাণী তাদের চিড়িয়াখানায় লালন পালন করছিল যা বন্যপ্রাণী আইনে দন্ডনীয় অপরাধ। পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা প্রাণীগুলো উদ্ধার করে।

ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আবদুল্লাহ আস সাদিক জানান, বিনা অনুমতিতে বন্যপ্রাণীগুলো স্বপ্নপুরী রির্সোট কর্তৃপক্ষ তাদের কাছে রেখেছিল। এটা ২০১২ বন্যপ্রাণী আইন অনুযায়ী অনুমোদনহীনভাবে প্রাণী সংগ্রহ প্রদর্শন ও সংরক্ষণ দণ্ডনীয় অপরাধ। পরে বন্যপ্রাণী অধিদপ্তরের নির্দেশে অবৈধভাবে রাখা বন্যপ্রাণীগুলো উদ্ধার করা হয়। তিনি বলেন, ওই পার্কে দুই দফায় অভিযান চালিয়ে ৭৪টি বন্যপ্রাণী জব্দ করা হয়। 

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) রফিকুল ইসলাম বলেন, পার্কে দুপুরের পর ভল্লুকগুলো হস্তান্তর করা হয়। পরে সেগুলো পার্কের নির্দিষ্ট বেষ্টনিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরপর কোয়ারেন্টাইন শেষ হলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত আসলে পার্কে থাকা অন্য ভল্লুকের সাথে রাখা হবে এ ভল্লুকগুলো।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত