বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ইন্ডিয়া টুডের জরিপ

দেশের জন্য ট্রাম্পকে ভালো মনে করেন ৪৪% ভারতীয়

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ নিয়ে বিশ্বের বহু দেশই যেখানে উদ্বিগ্ন, সেখানে ভারতীয়দের প্রায় দুজনের একজন, অর্থাৎ ৪৪ শতাংশই মনে করে ট্রাম্প তাদের দেশের জন্য ভালো হবেন। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র এক জরিপে উঠে এসেছে এ তথ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার এক দিন আগে গত বুধবার জরিপের এ ফল প্রকাশ করে পত্রিকাটি।

‘মুড অব দ্য নেশন’ শিরোনামের এ জরিপে দেখা গেছে, উত্তরদাতাদের ১৩ শতাংশই মনে করেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ভারতের জন্য ‘খুবই ভালো’ হবে। আর ৩১ শতাংশ মনে করেন ট্রাম্প প্রশাসন ভারতের জন্য ‘ভালো’ হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থক ও তার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থকদের মধ্যে ট্রাম্পকে নিয়ে ব্যাপক ইতিবাচক মনোভাব দেখা গেছে জরিপে।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসন ভারতের জন্য ‘খারাপ’ হবে বলে মত দিয়েছে জরিপে অংশ নেওয়াদের ৯ শতাংশ। ৭ শতাংশ বলেছে, ট্রাম্প প্রশাসন ভারতের জন্য বিপর্যয়কর হবে। আর ৩২ শতাংশের মতে, ট্রাম্প প্রশাসন ভারতের জন্য অবস্থার কোনো পরিবর্তন বয়ে আনবে না।

জরিপটি পরিচালিত হয়েছে এ বছর ২ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে। লোকসভার সব অংশেই ১ লাখ ২৫ হাজার ১২৩ জনের ওপর জরিপ চালানো হয়। ইন্ডিয়া টুডের পক্ষে জরিপটি চালায় সি ভোটার জরিপ সংস্থা।

এ সংস্থার নির্বাচনী বিশ্লেষক যশবন্ত দেশমুখ বলেন, ডান-বাম রাজনীতির মধ্যে চিরায়ত একটি বিভাজন রয়েছে। আপনি ট্রাম্প ও মোদির সমর্থকদের মধ্যে একে অন্যের সঙ্গে মতাদর্শগতভাবে মিলের প্রবণতা দেখতে পাবেন।

জরিপে আরও দেখা গেছে, ভারতের এখনই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে মোদি ও তার দলীয় জোট ৪৭ শতাংশ ভোট পাবে আর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন বিরোধী জোট পাবে ৪১ শতাংশ ভোট। রয়টার্স লিখেছে, ইন্ডিয়া টুডের এই জরিপ ভারতের রাজনৈতিক পরিস্থিতি বোঝার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত