এখন থেকে পদ্মা সেতুর টোল দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে। এতে গাড়িগুলোর সময় বাঁচবে, টোল সংগ্রহ হবে আরও স্বচ্ছ এবং সাবলীল। সম্প্রতি সেতুতে ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থা (ইটিসি) বাস্তবায়নের জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান ‘উপায়’-কে চূড়ান্তভাবে নির্বাচিত করে চিঠি ইস্যু করা হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ডিজিটাল লেনদেন ব্যবস্থার সম্প্রসারণ ও টোল আদায়ের কার্যক্রম আরও স্বচ্ছ, নিরবচ্ছিন্ন এবং গতিশীল করতে পদ্মা সেতুতে ইটিসি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন এমএফএস প্রতিষ্ঠানের মধ্য থেকে ‘উপায়’-কে নির্বাচিত করা হয়েছে। বিজ্ঞপ্তি