বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২০ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় জুলেখা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী হারুন-অর রশীদ আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফজর নামাজ শেষে ওই দম্পতি বাড়ির পাশের রাস্তায় হাঁটতে বের হন। এসময় একটি বালুবাহী ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জুলেখা নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্বামী হারুন অর রশিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, এ ঘটনায় চালক ট্রাক নিয়ে পালিয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত